চার উইকেট নেওয়াকে পূজাকে ঘিরে সেলিব্রেশনে মজে ভারতীয় দল। ছবি: টুইটার
অস্ট্রেলিয়া, প্রথম ইনিংস – ২১৯ (তাহিলা ৫০, পূজা ৪/৫৩, স্নেহ ৩/৫৬, দীপ্তি ২/৪৫)
ভারত, প্রথম ইনিংস – ৯৮/২ (শেফালি ৪০, স্মৃতি ৪৩*, স্নেহ ৪*)
প্রথম দিনের শেষে ভারত ১২১ রানে পিছিয়ে
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচদিন আগে ইংল্যান্ডকে (England Women) ৩৪৭ রানে হেলায় হারিয়ে ওয়ান-অফ টেস্ট জিতেছিল ভারতের মহিলা দল (India Women)। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার অস্ট্রেলিয়ার মহিলা দলের (Australia Women) বিরুদ্ধেও একমাত্র টেস্টে দাপট দেখাচ্ছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ভারত। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর থেকে অজিদের বিরুদ্ধে শুরু হওয়া টেস্টের প্রথমদিনেই চালকের আসনে প্রমিলাবাহিনী। অজিদের প্রথম ইনিংস মাত্র ২১৯ রানে গুটিয়ে, দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৯৮। ফলে মাত্র ১২১ রানে পিছিয়ে রয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-শেফালি বার্মারা (Shafali Verma)।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ডানহাতি পেসার পূজা বস্ত্রকার (Pooja Vastrakar) ও অফ স্পিনার স্নেহ রানার (Sneha Rana) দাপটে অজিদের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। এবারও ধারাবাহিকতা বজায় রাখলেন দীপ্তি। তাহিলা ম্যাকগ্রা (৫০), বেথ মুনি (৪০) ও অধিনায়ক অ্যালিশা হিলি (৩৮) ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। ফলে ২১৯ রানে শেষ হয়ে যায় অজিদের প্রথম ইনিংস। পূজা ৫৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন। স্নেহ রানার ঝুলিতে এসেছে ৫৬ রানে ৩ উইকেট। দীপ্তির দখলে এল ৪৫ রানে ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলার শেষে ভারত ১ উইকেটে ৯৮ রান তুলে নিয়েছে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন দুই ওপেনার শেফালি বার্মা ও স্মৃতি। দু’জন মাত্র ১৬.৩ ওভারে ৯০ রান তুলে দেন। তবে দলের রান যখন ৯০, তখন ব্যক্তিগত ৪০ রানে ফিরে যান শেফালি। যদিও নাইটওয়াচ উইমেন স্নেহকে (৪) নিয়ে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ স্মৃতি (৪৯ বলে ৪৩*)। ফলে ভারত মাত্র ১২১ রানে পিছিয়ে রয়েছে।
দ্বিতীয় দিন ভারতীয় দল ব্যাটে দাপট দেখাতে পারলে অজিদের ম্যাচ থেকে হারিয়ে যাওয়া সময়ের অপেক্ষা। তবে বিপক্ষ দল কামব্যাক করলে জমে যাবে একমাত্র টেস্ট। এখন খেলা কোন দিকে গড়ায় সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.