Advertisement
Advertisement

Breaking News

মেসির দেখানো পথেই হাঁটলেন দুই সতীর্থ

পরপর দু'বার কোপার ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয়েছে৷ সেই কষ্টই বুকের ভিতর চেপে রেখে দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিলেন মেসি, অ্যাগুয়েরো ও মাসচেরানো৷

After Messi, Aguero & Mascherano Announce International Football Retirement
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 10:07 pm
  • Updated:June 27, 2016 10:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে খবরটা কানে পৌঁছলেও বিশ্বাস করতে পারেননি তাঁর ভক্তরা৷ নীল-সাদা জার্সিতে সত্যিই আর দেখা যাবে না লিও মেসিকে৷ দু’বছর পর রাশিয়া বিশ্বকাপে তিনি নামবেন না৷ একথা যেন মেনেই নিতে পারছেন না তাঁর ভক্তরা৷ কোপা ফাইনালের পর হতাশা বা আবেগের বশে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি৷ শুধু তিনিই নন৷ তাঁর দেখানো পথে হেঁটেছেন আর্জেন্টিনার আরও দুই সেরা ফুটবলার সের্জিও অ্যাগুয়েরো ও মাসচেরানো৷ চোখের জলে ভিজে যাওয়া ফুটবল রাজপুত্রের পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা৷ মেসির পরই অবসরের ইচ্ছা প্রকাশ করেন তাঁরা৷

পরপর দু’বার কোপার ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয়েছে৷ সেই কষ্টই বুকের ভিতর চেপে রেখে দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিলেন মেসি, অ্যাগুয়েরো ও মাসচেরানো৷ মেসি অবসর ঘোষণার পরই সতীর্থর পাশে দাঁড়িয়ে অ্যাগুয়েরো বলেন, “এমন সিদ্ধান্ত হয়তো মেসি একা নিচ্ছেন না৷ দলের আরও কিছু ফুটবলার একই সিদ্ধান্ত নিলে অবাক হব না৷ কারণ ড্রেসিং রুমের এমন হতাশ অবস্থা এর আগে কখনও দেখিনি৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ বা গতবারের কোপার থেকেও হতাশাজনক পরিস্থিতি এটা৷”

Advertisement

আর্জেন্টিনার তিন ফুটবলারের সিদ্ধান্তে এখনও পর্যন্ত সরকারি সিলমোহর পড়েনি৷ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবিষয়ে কী ভাবনা চিন্তা করে, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব৷ কারণ প্রথম দলের তিন শক্তিশালী ফুটবলারের একসঙ্গে দল থেকে ছিটকে যাওয়া আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে বড়সড় ধাক্কা হবে৷ রাশিয়া বিশ্বকাপের জন্য নতুন করে দল তৈরি করতে হবে কোচকে৷ বিশেষজ্ঞমহলের আশা, মেসি ও বাকি দুই তারকার সিদ্ধান্ত বদলের চেষ্টা করবে সে দেশের ফুটবল সংস্থা৷

বাকি ভক্তদের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ও মনে করেন আগামী বিশ্বকাপে দেশের জার্সি গায়ে ফের দেখা যাবে এলএম টেনকে৷ ঝোঁকের মাথায় নেওয়া সিদ্ধান্ত নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন বার্সা স্ট্রাইকার৷ প্রমাণ করে দেবেন এত অল্প বয়সেই তিনি ফুরিয়ে যাননি৷ একই বিশ্বাস ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ারও৷ তাঁদের বিশ্বাস কি জিতবে? না কি নিজের সিদ্ধান্তেই অবিচল থাকবেন বিশ্বের সেরা তারকা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement