সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ডি জেনেইরোতে ওলিম্পিক অভিযান শুরুর দিনই বড়সড় ধাক্কা খেল ভারত৷ দিনের শুরুতে পুরুষ ডাবলস থেকে ছিটকে গিয়েছিলেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপন্না৷ দিনের শেষে মহিলা ডাবলস থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা৷
ওলিম্পিকের প্রথম দিন ভারতীয় হকি দলের জয় ছাড়া বাকি পুরোটাই হতাশার কাহিনী৷ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ হল পরাজয়ের তালিকাও৷ সানিয়ার থেকে অনেক প্রত্যাশা ছিল টেনিসভক্তদের৷ থাকাই স্বাভাবিক৷ বিশ্বের এক নম্বর ডাবলস তারকা বলে কথা৷ লাগাতার টুর্নামেন্ট জিতে চলেছেন৷ দুরন্ত ফর্মে থাকাকালীনই রিওয় পাড়ি দিয়েছিলেন৷ কিন্তু কোথায় কী? প্রার্থনা থম্বরের সঙ্গে কোর্টে নেমে প্রথম রাউন্ডেই চিনা জুটির কাছে মুখ থুবড়ে পড়লেন হায়দরাবাদি টেনিসতারকা৷ শুয়াই পেং ও জ্যাং শুয়াইয়ের কাছে ৬(৬)-৭, ৭-৫, ৫-৭ সেটে হেরে বিদায় নিলেন সানিয়ারা৷ এবার মিক্সড ডাবলসে ভারতীয় তারকা কী করেন, সেটাই দেখার৷
এদিকে, মহিলাদের ৪৮ কেজি ভারত্তোলনে পদকের ধারে-কাছে পৌঁছতে পারলেন না ভারতীয় ভারত্তোলক মীরাবাই চানু৷ একাদশ স্থানে শেষ করলেন তিনি৷ চূড়ান্ত হতাশ করলেন টেবল টেনিস খেলোয়াড়রাও৷ এই প্রথম ওলিম্পিকে চারজন ভারতীয় টেবল টেনিস খেলোয়াড় অংশ নিয়েছিলেন৷ চারজনই ব্যর্থ৷ রোমানিয়ার দোদিয়া মন্তেইরোর কাছে হারলেন মৌমা দাস৷
রিওতে কেরিয়ারের দ্বিতীয় ওলিম্পিকে নেমেছিলেন মৌমা৷ কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে৷ রোয়িংয়ে ভারতের একমাত্র অংশগ্রহণকারী দাত্তু৷ হিট ওয়ান-এ কিউবার ফোরনার রডরিগেজ ও মেক্সিকোর জুয়ান কার্লোসের পিছনে শেষ করলেন তিনি৷ জুটল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা৷ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী শুটার জিতু রাইও সাফল্যের মুখ দেখলেন না৷ ১০ মিটার এয়ার পিস্তল রাইফেল ইভেন্টে ৮ নম্বরে শেষ করলেন তিনি৷
ওলিম্পিকের উদ্বোধনের দিন আবার আরেক বিপত্তি৷ বর্ণময় উদ্বোধনের তাল কিছুটা কাটল ওলিম্পিক ভিলেজে একটি প্রবল বিস্ফোরণের শব্দে৷ শনিবার রিও-র সাইকেল রেসিং ট্র্যাকের কাছে প্রবল বিস্ফোরণের শব্দ হয়৷ তখন সাইকেল রেসিংয়ের ফাইনাল প্রতিযোগিতা চলছিল৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত ব্যাগেই বিস্ফোরণ হয়েছে, তবে তার মাত্রা ছিল খুবই কম৷ কোনও এক ভবঘুরে এই ব্যাগটি ফেলে পালায় বলেই মনে করা হচ্ছে৷ সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা রিমোটের মাধ্যমে ব্যাগটিতে ডিটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটায়৷ ব্যাগে কোনও বিস্ফোরক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ বিস্ফোরণের শব্দের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ওলিম্পিক ভিলেজে৷ ঘটনাস্থলে ছুটে আসেন ভারতের রাষ্ট্রদূত সুনীল লালও৷ ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানান, রিওতে ভারতের রাষ্ট্রদূত সুনীল লালের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর৷ সবাই নিরাপদে রয়েছেন৷ তবে রিওতে বিস্ফোরণের শব্দের আতঙ্ককেও যেন ছাপিয়ে গেল ভারতের ব্যর্থতার হাহাকার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.