Advertisement
Advertisement

Breaking News

IPL Robin Uthappa KKR

‘গম্ভীর চলে যাওয়ার পরে একঘরে হয়ে গিয়েছিলাম’, কেকেআরকে তোপ উথাপ্পার

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরে ছিলেন উথাপ্পা।

After Gautam Gambhir left KKR, everything changed । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 25, 2023 6:01 pm
  • Updated:May 25, 2023 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতে কলকাতা নাইট রাইডার্সে (KKR) খেলেছেন তিনি। অথচ সেই দলের উপরেই কত না অভিমান জমে রয়েছে তাঁর!
তিনি রবিন উথাপ্পা (Robin Uthappa)।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কলকাতা নাইটরাইডার্সে ছিলেন তিনি। কিন্তু গৌতম গম্ভীর সরে যাওয়ার পরেই কেকেআর তাঁর কাছে অসহনীয় হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় উথাপ্পা লিখেছেন, ”গম্ভীর চলে যাওয়ার পরই পরিস্থিতি বদলে যায় কলকাতা নাইটরাইডার্স শিবিরে। নিজেকে একলা মনে হত। থাকাটা কঠিন হয়ে যাচ্ছিল।”
গম্ভীর কেকেআর ছাড়েন ২০১৭ সালে। তার পরে নেতৃত্বের ব্যাটন এসে পড়ে দীনেশ কার্তিকের হাতে। উথাপ্পা কিন্তু দলে থেকে যান। সেই সময় থেকেই তাঁর পারফরম্যান্সে প্রভাব পড়ে বলে মন্তব্য করেন উথাপ্পা।

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে বাইকে বেপরোয়া বাবর, পন্থের দুর্ঘটনায় শিক্ষা হয়নি! কটাক্ষ নেটিজেনদের]

পুরনো দলের বিরুদ্ধে অভিমান ঝরে পড়লেও নাইট সমর্থকদের এখনও ভালবাসেন উথাপ্পা। তাঁদের প্রতি আবেগ উজাড় করে দিয়েছেন প্রাক্তন নাইট। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”কেকেআর সমর্থকদের প্রতি আমার ভালবাসা আগের মতোই রয়ে গিয়েছে। ওদের উপর আবেগ একই রকম থেকে যাবে চিরকাল। ভক্তদের সমর্থনের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। কেকেআর ভক্তদের নিয়ে আমি কিছু বলছি না। ওদের আমি ভালবাসি, শ্রদ্ধা করি।” 

 

উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ দেখতে চিপকে গিয়েছিলেন উথাপ্পা। বেশ কয়েকজন কলকাতা নাইট রাইডার্স সমর্থক সেই সময়ে প্রাক্তন নাইটের বিরুদ্ধে মন্তব্য করে বসেন। তাঁদের উত্তরে উথাপ্পা বলেছেন, ”গম্ভীর সরে যাওয়ার পর থেকেই আমার পারফরম্যান্সে প্রভাব পড়ে। গম্ভীর নেতৃত্ব দেওয়ার সময়ে প্রথম চার বছর যে রকম ছিল, শেষ দু’ বছর তার থেকে একদমই অন্যরকম হয়ে গিয়েছিল।”

কেকেআর ছাড়ার পরে উথাপ্পা রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। তার পরে চলে যান চেন্নাই সুপার কিংসে। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা উথাপ্পা বহুদিন পরে কেকেআর শিবিরের বিরুদ্ধে অভিমান উগরে দিলেন। 

 

[আরও পড়ুন: ‘এবার কি দশ উইকেট নিবি?’ মুম্বইকে জেতানোর পরে আকাশকে প্রশ্ন সূর্যর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement