Advertisement
Advertisement

Breaking News

হিন্দু সংস্কৃতি নিয়ে ‘বিদ্রূপ’ আফ্রিদির, ভাইরাল ভিডিও

কী বললেন আফ্রিদি ? দেখুন ভিডিও৷

Afridi Mocks Indian Tradition, Video goes Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2017 10:00 am
  • Updated:June 8, 2017 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটার হিসেবে তিনি যে ভারতীয়দের কাছেও বেশ প্রিয় তা বলার অপেক্ষা রাখে না৷ কেরিয়ার ছিল বেশ দীর্ঘ৷ ফলত বেশ কয়কেটা প্রজন্ম মজেছে হ্যান্ডসাম এই ক্রিকেটারের পারফরম্যান্সে৷ সেই শাহিদ আফ্রিদিই যে ভারতীয় ঐতিহ্য নিয়ে ঠাট্টা করবেন এমনটা ভাবতে পারেননি অনেকেই৷ ভাইরাল এক ভিডিও অবশ্য দেখাচ্ছে হিন্দুদের আরতি নিয়ে রীতিমতো ঠাট্টাই করেছেন পাক ক্রিকেটার৷

উপস্থিত বুদ্ধির জোরে সেনাঘাঁটিতে ফিদায়েঁ হানা রুখে দিল সারমেয় ]

Advertisement

নিজের দেশের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে বসেছিলেন আফ্রিদি৷ কথাপ্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কখনও তিনি টিভি ভেঙেছেন কিনা৷ উত্তরে তিনি জানান, ভেঙেছেন এবং সেটা ভারতীয় সিরিয়ালের কারণেই৷ স্টার প্লাস-এর সিরিয়ালের ভক্ত আফ্রিদির স্ত্রী৷ যদিও সেসব না-পসন্দ ক্রিকেটারের৷ স্ত্রীকে তিনি জানিয়েছিলেন, একা একা সিরিয়ালের নাটক দেখতে৷ বাচ্চাদের যেন তা না দেখানো হয়৷ যদিও আচমকা একদিন আফ্রিদি খেয়াল করেন দিব্যি সিরিয়াল চলছে ঘরে৷ এবং সেখানে ভারতীয়দের ঐতিহ্যবাহী প্রথা আরতির কোনও একটা দৃশ্য দেখানো হচ্ছে৷ এই দেখেই তিনি মাথা গরম করে টিভি ভেঙে ফেলেন৷ এই আরতির কথা বলতে গিয়েই তিনি রীতিমতো বিদ্রূপ করেন এই প্রথাকে৷ এবং তাঁর ভঙ্গি দেখে হেসে ফেলেন শোয়ের অ্যাঙ্কর৷ তালি দিয়ে তাতে উৎসাহ জোগান শোয়ের দর্শকরাও৷

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, এই হচ্ছে আসল পাঠানের ধর্ম৷ তবে কি ভারতীয় ঐতিহ্যকে বিদ্রূপ করেছেন বলেই তাঁকে আসল পাঠানের মর্যাদা দেওয়া হচ্ছে৷ এই প্রশ্নেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement