সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের নায়কের সঙ্গে একদিন না একদিন দেখা হবেই৷ দৃঢ় আশা ছিল ছোট্ট মুরতাজার মনে৷ অবশেষে সেই স্বপ্ন বাস্তব হল৷ মঙ্গলবার জীবনের সেরা উপহারটি পেল আফগান খুদে৷ লিও মেসির সঙ্গে সাক্ষাৎ ঘটল তার৷
অভাবের সংসারে ছ’বছেরর মুরতাজার একমাত্র অনুপ্রেরণা এলএম টেন৷ তাঁকে দেখেই ফুটবল পায়ে মাঠে নেমে পড়ে সে৷ মেসির প্রতি মুরতাজা আহমদির ভালবাসা দেখে ভাইকে প্লাস্টিক দিয়ে ১০ নম্বর লেখা একটি আর্জেন্টিনার জার্সি বানিয়ে দিয়েছিলেন দাদা৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল৷ গোটা বিশ্বের চেনা মুখ হয়ে উঠেছিল মুরতাজা৷
এমনকী খবর চলে যায় মেসির কানেও৷ খুদে ভক্তর জন্য পরে সই করা একটি জার্সিও পাঠিয়ে ছিলেন বার্সা ফরোয়ার্ড৷ এবার তিনি নিজেই দেখা দিলেন৷ আল-আহলির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে দোহায় হাজির হয়েছিল বার্সেলোনা৷ নিজের স্বপ্নের ফুটবলারকে একবার চোখের দেখা দেখতে বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে আল-ঘারাফা স্টেডিয়ামে পৌঁছে যায় মুরতাজা৷ খুদে ফ্যানকে দেখে উচ্ছ্বসিত আর্জেন্তাইন তারকাও৷ কোলে তুলে নিয়ে ছবি তুললেন তার সঙ্গে৷
The image the world wanted to see. The six year old boy who dreamed of meeting his hero, #Messi, finally comes true. #FCBinDoha pic.twitter.com/58FWn17b9A
— Road to 2022 (@roadto2022) December 13, 2016
ফুটবলের রাজপুত্রকে দেখে যেন বাকরুদ্ধ মুরতাজা৷ চোখে-মুখে তৃপ্তির হাসি৷ কাবুলের গাজনি প্রদেশের বাসিন্দা মুরতাজার জীবনে এই দিনটি যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.