আবাহনী: ১ (সানডে) মোহনবাগান: ১ (কাটসুমি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এএফসি কাপে মোহনবাগানের হারানোর কিছু ছিল না৷ আবার জিতেও পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র মিলত না৷ তবে অন্য একটি কারণে ম্যাচ সবুজ-মেরুন ব্রিগেডের কাছে হয়ে উঠেছিল দারুণ গুরুত্বপূর্ণ৷ সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি৷ তবে ক্লাব সূত্রে যা খবর, তাতে পরের মরশুমে আর হয়তো কোচ হিসাবে সঞ্জয় সেনকে দেখা যাবে না মোহনবাগানে৷ আর তাই বাগান কোচ হিসেবে কার্যত নিজের শেষ ম্যাচটি জিতেই ক্লাবকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু শেষবেলায় তাঁর ইচ্ছেপূরণ হল না৷ বুধবার সম্মানরক্ষার লড়াইয়ে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ল টিম মোহনবাগান৷
সাইক্লোন মোরায় বিপর্যস্ত বাংলাদেশ৷ আতঙ্কে রাত কাটাচ্ছেন দেশবাসী৷ তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে বিশেষ উত্তেজনা ছিল না৷ তার উপর এদিন প্রথমার্ধে বৃষ্টি নামায় বেশ খানিকক্ষণ বন্ধ ছিল খেলা৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগল৷
মরশুমের শুরু থেকেই এএফসি কাপকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না গঙ্গাপারের ক্লাব৷ কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে ৫টি ম্যাচে নেমেছে দল৷ জয় এসেছে মাত্র দু’টি ম্যাচে৷ আবার ভিসা সমস্যার জন্য এই ম্যাচে ছিলেন না সোনি নর্ডি৷ চোট-আঘাত সমস্যায় দলের সঙ্গে যাননি এডু, আনাস, প্রীতম, প্রবীর, শৌভিক চক্রবর্তী-সহ অনেকে৷ জেজে ও ডাফিকে সামনে রেখেই ৪-৪-২ ছকে দল নামিয়েছিলেন কোচ৷ তবে এদিন বাগান রক্ষণভাগকে অত্যন্ত দূর্বল দেখাল৷ ৯ মিনিটেই গোল করে আবাহনীকে এগিয়ে দিলেন সানডে৷ ১৩ মিনিটে এসেছিল আরও একটি সুযোগ৷ যাতে বাগানের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে পারত বাংলাদেশের দল৷ কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জোনাথান ব্রাউন৷ আর সেই দৌলতেই মান বাঁচল বাগানের৷ এক গোলে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরালেন কাটসুমি৷ খেলার বয়স তখন ৮২ মিনিট৷ তবে এদিন নিজেদের পারফরম্যান্সে খুব একটা খুশি নন তাঁরা৷
এর আগে ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়েছিল আবাহনী৷ এবার রুখে দিল বাগান৷ পরের রাউন্ডে যেতে না পারলেও ঢাকার ক্লাবের শিবিরে তাই অনেকটাই স্বস্তি৷ ম্যাচের আগে বাগান কোচ জানিয়েছিলেন, আই লিগ, ফেডারেশন কাপের দুঃখ ভুলতে এই ম্যাচ জিততে মরিয়া ফুটবলাররা৷ তাই ম্যাচের আগে বেশ তেতে ছিলেন তাঁরা৷ কিন্তু শেষরক্ষা হল না৷ ড্র দিয়েই মরশুম শেষ করতে হল সঞ্জয় সেন অ্যান্ড কোংকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.