মোহনবাগান- ২ (সোনি, ডাফি)
কলম্বো এফসি- ১ (সেকা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে নামা হয়নি৷ তাই ঘরের মাঠে নিজেকে মেলে ধরতে মরিয়া ছিলেন সোনি নর্ডি৷ কোচ সঞ্জয় সেনকে বারবার বলেছিলেন, তাঁকে অন্তত আধ ঘণ্টার জন্যও যেন মাঠে নামানো হয়৷ শিষ্যের ইচ্ছাপূরণ করেছেন কোচ৷ আর সেই সুযোগের যথাযোগ্য মর্যাদা দিলেন হাইতিয়ান স্ট্রাইকার৷ ৬২ মিনিট দাপিয়ে খেললেন৷ সেই সঙ্গে এল একটি গোলও৷ রবিবার আই লিগ ডার্বির আগে নর্ডির জন্য এর চেয়ে ভাল প্রস্তুতি আর কী-ই বা হতে পারত!
ঘরের মাঠে এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম লেগে হারতে হয়েছিল রুমির দলকে৷ মঙ্গলবার রবীন্দ্র সরোবরে মোহনবাগানকে দুরমুশ করে সেই হারের বদলা নিতে চেয়েছিল কলম্বো৷ কিন্তু ভাঙা-চোরা দল নিয়ে শক্তিশালী বাগানের বিরুদ্ধে লড়াইটা ছিল বেশ কঠিন৷ ভিসা সমস্যায় তাদের দুই বিদেশি শহরে আসতে পারেননি৷ দলের বাকিরা আবার অপেশাদার৷ আর উল্টোদিকের ফরোয়ার্ড লাইনে দাঁড়িয়ে সোনি, জেজে এবং ডাফি৷ ফলে ধারে এবং ভারে প্রথম থেকেই অনেকটা এগিয়ে ছিল সবুজ-মেরুন ব্রিগেড৷ খেলার শুরু থেকেই ছন্দে দেখাল কাটসুমিদের৷ গোলের মুখ খুলল ২৮ মিনিটে৷ কাটসুমির পাস গিয়ে জমা হয় ডাফির পায়ে৷ ডাফি খুঁজে নেন সোনিকে৷ তারপরই ২২ গজ দূর থেকে কলম্বো ডিফেন্ডারদের উপেক্ষা করে বল বিপক্ষের জালে জড়িয়ে যায়৷ প্রথমার্ধে আরও একবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাগান৷ কিন্তু ব্যর্থ হয়৷
দ্বিতীয়ার্ধে বাগান সমর্থকদের মন ভরাল ডাফি-সোনি জুটি৷ সোনির নিচু ক্রস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডাফি৷ ম্যাচের শেষে এসে ইয়াপো সেকা একটি গোল শোধ করলেও ততক্ষণে প্লে-অফে পৌঁছনো নিশ্চিত করে ফেলেছে বাগান৷ তবে হতাশ করলেন বলবন্ত৷ জেজে, ডাফিদের দাপুটে পারফরম্যান্স এবং নিজের চোটের জন্য প্রথম একাদশে বিশেষ সুযোগ হচ্ছিল না তাঁর৷ আর এএফসি কাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না৷ তিনি পেনাল্টি থেকে গোল হাতছাড়া না করলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জিততে পারত বাগান৷
তবে বাগান শিবিরে স্বস্তি একটাই৷ বড় ম্যাচের আগে দুর্দান্ত ছন্দে রয়েছে দল৷ এদিকে, আই লিগে টানা ছয় ম্যাচে জয়ী ইস্টবেঙ্গল৷ তাই রবিবাসরীয় সন্ধেতে দর্শক যে একটি হাইভোল্টেজ ম্যাচ দেখতে চলেছে, তা বলাই বাহুল্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.