সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন৷ বুকি সোনু জালানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর৷ পুলিশের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিনেতা আরবাজ খানের৷
আইপিএল বেটিংয়ে নাম জড়ানোয় বলিউড অভিনেতা আরবাজকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সমন পাঠায় থানে পুলিশ৷ শনিবার থানে থানায় হাজির হয়ে দুর্নীতিদমন শাখার গোয়েন্দাদের কাছে আরবাজ স্বীকার করে নেন, বুকি সোনু জালানের সঙ্গে তাঁর যোগাযোগের কথা৷ সোনু ও আরবাজকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়৷ যেখানে আরবাজ মেনে নেন গত পাঁচ বছর ধরে ওই বুকির সঙ্গে যোগাযোগ তাঁর৷ সোনুর মাধ্যমেই আইপিএলের ম্যাচে কোটি-কোটি টাকা অর্থ বেটিংয়ে লাগিয়েছিলেন সলমন খানের ভাই৷ কিন্তু সব টাকাই হেরে যান তিনি৷
#WATCH: Actor-producer Arbaz Khan appears before Thane Anti-Extortion Cell, he was summoned in connection with probe of an IPL betting case. #Maharashtra pic.twitter.com/Yw5tmloxud
— ANI (@ANI) June 2, 2018
গত ১৫ মে সোনু জালান-সহ মোট চারজন বুকিকে মুম্বইয়ের কাছে ডোম্বিভলি থেকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ৷ জেরায় জানা যায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে সোনুর৷ তার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা গিয়েছে৷ যাতে সমস্ত খদ্দের এবং বুকির নাম নথিভুক্ত করা আছে৷ পুলিশ জানিয়েছে, গোটা দুনিয়ায় সোনুর বেটিংয়ের ব্যবসা রয়েছে৷ যা থেকে তার বার্ষিক আয় ১০০ কোটি টাকারও বেশি৷ জেরায় আরবাজের নামও নেয় সে৷ জানায়, বেটিংয়ে মোটা অঙ্কের অর্থ হারিয়েছিলেন আরবাজ৷ ফলে ওই বুকিকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ফেরত দিতে পারেননি তিনি৷ আর সেই কারণে আরবাজকে লাগাতার হুমকি দিচ্ছিল সোনু৷ এরপরই আরবাজকে ডেকে পাঠায় পুলিশ৷
The matter is with the police, we have nothing to do with it. Both BCCI & ICC have anti-corruption units, police can coordinate with them: Rajeev Shukla, IPL Commissioner on Arbaaz Khan summoned by Thane Anti-Extortion Cell, in connection with probe of an IPL betting case pic.twitter.com/xbH8Jp8xly
— ANI (@ANI) June 2, 2018
এদিন থানার এসআই প্রদীপ শর্মা জানান, আইপিএলের কোনও এক মরশুমে সোনুর মাধ্যমেই বেটিং করতেন আরবাজ৷ সে সময় ‘জুনিয়র ক্যালকাটা’ ছদ্মনামে বেটিংয়ের ব্যবসা চালাত সোনু৷ তখন বেটিংয়ের কারণে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল৷ যার জন্য নাকি প্রায় তিন কোটি টাকা সোনুকে দিয়েছিলেন আরবাজ৷ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রদীপ শর্মা৷ ক্রিকেট বেটিংয়ে আরবাজের যোগ কতটা গভীর, তা জানতে আরও কিছু তথ্য প্রমাণ খুঁজছেন গোয়েন্দারা৷ তবে এমন ঘটনায় নাম জড়ানোয় আরবাজের ভাবমূর্তিতে যে বড়সড় দাগ লাগল, তা বলাই বাহুল্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.