সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন আচমকা ব্যাট-প্যাড তুলে রাখলেন তিনি? ঠিক কী কারণে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এবি ডিভিলিয়ার্স? বুধবার তাঁর অবসর ঘোষণার পর থেকেই এসব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছিল। আসলে বাইশ গজ থেকে তাঁর চলে যাওয়াটা কেউ যেন মেনেই নিতে পারছেন না। কেউ ভাবতেই পারছেন না তাঁর নামের আগে এবার ‘প্রাক্তন’ শব্দটি জুড়ে যাবে। শুধু দক্ষিণ আফ্রিকাবাসী কিংবা ক্রিকেট দুনিয়ার তারকারাই নয়, এবি’র সিদ্ধান্তে মর্মাহত গোটা দুনিয়া। বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী, সকলেই বলছেন, ডিভিলিয়ার্সকে ভীষণভাবে মিস করবেন। তাঁর সিদ্ধান্তে গোটা বিশ্ব যেন এক সুতোয় বেঁধে গিয়েছে। আর এমন দৃশ্য দেখে আপ্লুত প্রোটিয়া ব্যাটসম্যান। নিজের সমস্ত শুভানুধ্যায়ীকে তাই ধন্যবাদ জানালেন তিনি।
I’ve made a big decision today pic.twitter.com/In0jyquPOK
— AB de Villiers (@ABdeVilliers17) May 23, 2018
ক্রিকেটের বাইশ গজে তিনি পরিচিত ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবে। শচীন তেণ্ডুলকর, অ্যাডাম গিলক্রিস্ট, রাহুল দ্রাবিড়দের আমলেও নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছিলেন এবি। স্বরচিত ক্রিকেটীয় সংজ্ঞায় তিনটি ফর্ম্যাটকেই ধনী করে তুলেছিলেন। কিন্তু ৩৪ বছর বয়সেই ১৪ বছরের কেরিয়ারকে আলবিদা জানিয়ে দিলেন এবি। বৃহস্পতিবার মাস্টার ব্লাস্টার টুইট করেছিলেন, “মাঠের মতো মাঠের বাইরেও তোমার ৩৬০ ডিগ্রি সাফল্য কামনা করি। তোমায় দারুণ মিস করব। আমার অনেক শুভেচ্ছা রইল।”
অবসর ঘোষণার পর থেকেই এবির ভারচুয়াল দুনিয়া ভরে যাচ্ছে শুভেচ্ছার বন্যায়। তাঁর প্রতি বিশ্ববাসীর ভালবাসা ও শ্রদ্ধা দেখে আপ্লুত দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। অবসর নেওয়া তারকা সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন। লিখেছেন, “আমায় শুভেচ্ছা জানানো ও আমার সিদ্ধান্তকে মর্যাদা দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার দেশ এবং প্রতিপক্ষ দলের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের। গত কয়েকটা দিন ভীষণ কঠিন ছিল। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু এত ভালবাসা আর সমর্থন পেয়ে আমি বিস্মিত, মুগ্ধ।”
Thank you to everyone – especially the players past and present, MY TEAMMATES and opponents – for their good wishes and understanding. The last few days have been tough and emotional, but I’m taken aback by all the love and support! #proteafire for life
— AB de Villiers (@ABdeVilliers17) May 24, 2018
টেস্ট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্ট, প্রতিটি ফরম্যাটেই ব্যাট হাতে সোনালি ইতিহাস রচনা করেছেন এবি। যা ক্রিকেট রেকর্ড বইয়ে অমলীন হয়েই থাকবে। কিন্তু এবির মতোই সমর্থকদের একটা আক্ষেপ থেকেই গেল। বিশ্বকাপটা হাতে তোলা হল না প্রোটিয়া তারকার। যা যে কোনও ক্রিকেটারেরই সবচেয়ে বড় স্বপ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.