সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও থেকে ফিরেছেন অনেকদিন হয়ে গিয়েছে৷ তবে এখনও সংবাদের শিরোনামেই রয়েছেন দেশের রজতকন্যা পি ভি সিন্ধু৷ প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে রুপো জিতে তো রেকর্ড করেইছিলেন৷ এবার তাঁর আরও একটা রেকর্ডের কথা প্রকাশ্যে এল৷
সেই রেকর্ড হল জনপ্রিয়তার রেকর্ড৷ টিভি থেকে অনলাইন, সর্বত্রই সবাইকে ছাপিয়ে গেলেন হায়দরাবাদি শাটলার৷ পি ভি সিন্ধু ও ক্যারোলিনা মারিনের রুদ্ধশ্বাস ফাইনাল দেখতে টিভি-র পর্দায় চোখ রেখেছিলেন এক কোটি ৭২ লক্ষ মানুষ৷ ক্রীড়াপ্রেমী হোন বা না হোন, ওই একটা দিন সিন্ধুর প্রার্থনায় টিভি-র সামনে থেকে সরেননি কেউই৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী, সিন্ধুর ম্যাচ চলাকালীন সারাদেশেরই রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছিল৷ বৃহস্পতিবার রিও ওলিম্পিক সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়া জানায়, এই ম্যাচই টিভি-তে সর্বাধিক দেখা প্রোগ্রাম৷ পাশাপাশি ক্রিকেট ছাড়া এর আগে এই রেকর্ড সংখ্যক দর্শক একসঙ্গে টিভি দেখেননি বলেও জানানো হয়েছে৷ আবার স্টার চ্যানেলের অনলাইন অ্যাপ হটস্টার-এ ৫ কোটি মানুষ ব্যাডমিন্টনের ফাইনালটি লাইভ দেখেছিলেন৷ সেখানেও আন্তর্জাতিক ক্রিকেটকে টেক্কা দিয়েছেন সিন্ধু৷ ক্রিকেট ছাড়া অন্য কোনও লাইভ খেলা বা প্রোগ্রাম একসঙ্গে দেখার রেকর্ড নেই৷
মহিলা সিঙ্গলসে ক্যারোলিনা-সিন্ধুর ফাইনাল ম্যাচটি হিন্দিতেও সম্প্রচারিত হয়েছিল৷ ভারতে এই ভাষাতেই সবচেয়ে বেশি মানুষ ওলিম্পিক দেখেছেন৷ চ্যানেলের তরফে জানানো হয়েছে, মোট ১৯১ মিলিয়ন ক্রীড়াপ্রেমী রিও ওলিম্পিক দেখেছেন৷ এদিকে, অনলাইন দর্শকের সংখ্যা ১ কোটি৷ ফলে ওলিম্পিক সম্প্রচারকারী চ্যানেলের লাভের পরিমাণ বেশ সন্তোষজনক৷ অর্থাৎ কোর্টে যখন ইতিহাস গড়তে ঘাম ঝরাচ্ছিলেন সিন্ধু, তখন কোর্টের বাইরেও আরেকটি রেকর্ড তৈরি হচ্ছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.