Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

১২০০ মাইল ছুটে এসে ভক্ত দেখলেন মেসি নেই, ফিরলেন হতাশ হয়ে

ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক কবে?

A fan of Lionel Messi was left gutted after he travelled 1200 miles to see the Argentine superstar play for Inter Miami । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 26, 2023 4:56 pm
  • Updated:June 26, 2023 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে, তাঁর ম্যাজিক দেখার জন্য ১২০০ মাইল দূর থেকে এক ভক্ত ছুটে এসেছিলেন। কিন্তু দিনের শেষে হতাশ হতে হয় তাঁকে। ব্যর্থ মনোরথেই ফিরতে হল সেই ভক্তকে।  

শনিবার মেজর লিগ সকারে (MLS) ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির মধ্যে খেলা ছিল। মেসির সেই ভক্ত ভেবেছিলেন ইন্টার মায়ামির হয়ে বুঝি খেলতে নামবেন তাঁর আরাধ্য ফুটবলদেবতা। কিন্তু ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচ খেলতে মেসি নামবেন সেই জুলাইয়ে।

Advertisement

[আরও পড়ুন: ‘সারা রাত পার্টি করে পরের দিন ২৫০ করেছিল কোহলি’, বিরাট বন্দনায় ইশান্ত]

এই তথ্যটা জানাই ছিল না এলএম ১০-এর সেই ভক্তের। তিনি ভেবেছিলেন মেসি নামবেন, ম্যাজিক দেখাবেন এবং গোল করবেন। কিন্তু গিয়ে দেখেন কোথায় মেসি? উলটে ইন্টার মায়ামিকে ১-৪ গোলে হারায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেই ভক্তের ভিডিও ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি পোস্টার হাতে ভক্তটি। সেই পোস্টারে লেখা, আমি ১২০০ মাইল দূর থেকে দেখতে এসেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে।

 

মেসি অবশ্য এই মুহূর্তে ছুটি কাটাতে ব্যস্ত। ম্যাক্সি রডরিগেজের জন্য একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল নিউওয়েল বয়েজ। সেখানেই খেলতে ব্যস্ত ছিলেন মেসি।

[আরও পড়ুন: আইপিএলে ভাল খেলার পুরস্কার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement