Advertisement
Advertisement

রিও ওলিম্পিকের জন্য অর্ডার দেওয়া হল সাড়ে চার লক্ষ কন্ডোম!

খেলা শুরুর আগে অন্য কিছু লক্ষ লক্ষ কন্ডোম অর্ডার দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে কর্তৃপক্ষ৷ এক দু’টো নয় এক্কেবারে সাড়ে চার লক্ষ কন্ডোমের অর্ডার দিয়েছে ওলিম্পিক কমিটি৷ কন্ডোম ছাড়াও এক লক্ষ ৭৫ হাজার লুব্রিক্যান্টেরও ব্যবস্থা রাখা হয়েছে৷

450,000 Condoms Have Been Ordered For The Rio Olympics 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 12:28 pm
  • Updated:July 20, 2024 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজসুয় যজ্ঞের বাকি এখনও মাস দুয়েক৷ আগামী ৫ অগস্ট ব্রাজিলের রাজধানী রিও শহরে শুরু হবে ওলিম্পিক গেমস৷ চলবে ২১ তারিখ পর্যন্ত৷ অংশ নেবেন বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়েরা৷ কিন্তু গেমস শুরুর আগেই নতুন এক বিতর্কে জড়াল রিও ওলিম্পিকস কমিটি৷ খেলা শুরুর আগে অন্য কিছু লক্ষ লক্ষ কন্ডোম অর্ডার দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে কর্তৃপক্ষ৷

এক দু’টো নয় এক্কেবারে সাড়ে চার লক্ষ কন্ডোমের অর্ডার দিয়েছে ওলিম্পিক কমিটি৷ কন্ডোম ছাড়াও এক লক্ষ ৭৫ হাজার লুব্রিক্যান্টেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ এই কন্ডোম এবং লুব্রিক্যান্টের ব্যবস্থা রাখা হয়েছে সাড়ে দশ হাজার খেলোয়াড় এবং স্টাফদের জন্য৷ এর মধ্যে সাড়ে তিন লক্ষ কন্ডোমের অর্ডার দেওয়া হয়েছে পুরুষ প্রতিযোগীদের জন্য আর মহিলা প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে এক লক্ষ কন্ডোমের ব্যবস্থা৷ খেলোয়াড় পিছু দেওয়া হবে ৪২টি কন্ডোম৷

Advertisement

ওলিম্পিক চলাকালীন কন্ডোম বিতরণ নতুন নয়৷ এর আগে ২০০০ সালে সিডনি ওলিম্পিকের সময় বিতরণ করা হয় ৪৫ হাজার কন্ডোম৷ ২০০৮ সালে বেজিং ওলিম্পিকের সময় এই সংখ্যাটাই বেড়ে দ্বিগুণ হয়ে যায়৷ সেই সময় বিতরণ করা হয় ৯০ হাজার কন্ডোম৷ ২০১০ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস চলাকালীন প্রথম সপ্তাহতে বলে যায় গেমস ভিলেজের নর্দমা দিয়ে নোংরা জল বেরনোর পথ৷ সৌজন্যে হাজার হাজার কন্ডোম৷ তবে রিও ওলিম্পিকের ব্যাপারটা অন্য৷ কেন না, একেই ব্রাজিলের খ্যাতি আছে অবাধ যৌনতার জন্য তারপর এবারে আছে প্রাণঘাতী জিকা ভাইরাসের আতঙ্ক৷ তাই আয়োজকেরা আর কোন ঝুঁকি নিতে চাইছেন না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement