Advertisement
Advertisement

তৃতীয় টেস্টের শুরুতেই চাপে বিরাটরা

এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে চেতেশ্বর পূজারাকে কেন বসিয়ে রাখা হল, কিছুতেই মাথায় ঢুকছে না বিশেষজ্ঞদের৷

3rd Test: West Indies v India day 1 result
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 12:46 pm
  • Updated:August 11, 2016 8:51 am  

ভারত – ২৩৪/৫ 

ওয়েস্ট ইন্ডিজ 

Advertisement

প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট লুসিয়ায় প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ড দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বেশ অবাক হয়েছেন৷ শুধু ক্রিকেটপ্রেমীরা বললে ভুল হবে, বিরাট অ্যান্ড কোম্পানির এমন চেহারা দেখে বিস্মিত ক্রিকেট বিশেষজ্ঞরাও৷ প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের কাছে আটকে যেতে হয়েছিল ভারতকে৷ এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে চেতেশ্বর পূজারাকে কেন বসিয়ে রাখা হল, কিছুতেই মাথায় ঢুকছে না বিশেষজ্ঞদের৷ ক্যাপ্টেন কোহলির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে৷

ভারতীয় দলের টিম লিস্ট হাতে পাওয়ার পর অনেকেরই চোখ কপালে উঠেছিল! দলে তিনটে পরিবর্তন৷ সাধারণত এমন ছবি খুব একটা দেখা যায় না৷ বিশেষ করে গত ম্যাচে যেখানে দলের পারফরম্যান্স বেশ ভাল ছিল৷ চেতেশ্বর পূজারার বদলে এলেন রোহিত৷ অমিত মিশ্র ও উমেশ যাদবের জায়গায় জাদেজা ও ভুবি৷

সেন্ট লুসিয়াতে পা দেওয়ার পর থেকেও বিরাটদের চিন্তায় ছিল বৃষ্টি৷ মঙ্গলবার অবশ্য সে’সব একেবারে উধাও৷ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বিরাটদের ব্যাট করতে পাঠাল৷ কিন্তু প্রথমে ব্যাট করে যে এমন হাল হবে, সেটা আর কে ভেবেছিল!

India's captain Virat Kohli plays a shot bowled by West Indies' Shannon Gabriel on day one of their third cricket Test match at the Daren Sammy Cricket Ground in Gros Islet, St. Lucia, Tuesday, Aug. 9, 2016. (AP Photo/Ricardo Mazalan)

ওয়েস্ট ইন্ডিজ বোলিং নিয়ে সিরিজের শুরু থেকেই হাজারো কথা৷ প্রাক্তনরা বলছিলেন, হোল্ডারদের যা বোলিং অ্যাটাক, তাতে ভারতীয় দলকে দু’বার অলআউট করা এভারেস্ট অভিযানের মতোই৷ কিন্তু সেই বোলিংই নাজেহাল করে ছাড়ল শিখর ধাওয়ানদের৷ সিরিজে প্রথমবার ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্তির মধ্যে পড়তে হল৷

অ্যান্টিগা টেস্টের পরই তরুণ পেসার আলজারি জোসেফকে স্কোয়াডে আনা হয়েছিল৷ যদিও জামাইকাতে সুযোগ পাননি জোসেফ৷ তবে তৃতীয় টেস্টে আর তাঁকে বাইরে রাখতে পারলেন না হোল্ডাররা৷ স্বপ্নের অভিষেক বলতে যা বোঝায়, সেটাই হল৷ প্রথম টেস্টে খেলতে নেমে যদি বিরাট কোহলির উইকেট পকেটে থাকে, তার চেয়ে ভাল আর কী হতে পারে৷ একস্ট্রা বাউন্সের সামনে মুখ থুবড়ে পড়লেন বিরাট (৩)৷ তার আগে শিখর ধাওয়ানও (১) ড্রেসিংরুমে৷ ভারত তখন ১৯/২৷ সেখান থেকে ড্যামেজ কন্ট্রোল শুরু করলেন রাহুল-রাহানে৷ বেশিক্ষণের জন্য নয়৷ ৫০ করে রাহুল ফিরলেন৷ রাহানের সংগ্রহ ৩৫৷ রোহিত ফিরলেন ৯ রানে৷ যাবতীয় দায়িত্ব গিয়ে পড়ল অশ্বিন ও ঋদ্ধির ঘাড়ে৷ দিনের শেষে ৭৫ ও ৪৬ রানে অপরাজিত রইলেন দুই ক্রিকেটার৷

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ দরাজ সার্টিফিকেট দিলেন ক্যারাবিয়ান বোলারদের, দেখুন ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement