ভারত – ২৩৪/৫
ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেন্ট লুসিয়ায় প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর বোর্ড দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বেশ অবাক হয়েছেন৷ শুধু ক্রিকেটপ্রেমীরা বললে ভুল হবে, বিরাট অ্যান্ড কোম্পানির এমন চেহারা দেখে বিস্মিত ক্রিকেট বিশেষজ্ঞরাও৷ প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের কাছে আটকে যেতে হয়েছিল ভারতকে৷ এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে চেতেশ্বর পূজারাকে কেন বসিয়ে রাখা হল, কিছুতেই মাথায় ঢুকছে না বিশেষজ্ঞদের৷ ক্যাপ্টেন কোহলির এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে৷
ভারতীয় দলের টিম লিস্ট হাতে পাওয়ার পর অনেকেরই চোখ কপালে উঠেছিল! দলে তিনটে পরিবর্তন৷ সাধারণত এমন ছবি খুব একটা দেখা যায় না৷ বিশেষ করে গত ম্যাচে যেখানে দলের পারফরম্যান্স বেশ ভাল ছিল৷ চেতেশ্বর পূজারার বদলে এলেন রোহিত৷ অমিত মিশ্র ও উমেশ যাদবের জায়গায় জাদেজা ও ভুবি৷
সেন্ট লুসিয়াতে পা দেওয়ার পর থেকেও বিরাটদের চিন্তায় ছিল বৃষ্টি৷ মঙ্গলবার অবশ্য সে’সব একেবারে উধাও৷ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বিরাটদের ব্যাট করতে পাঠাল৷ কিন্তু প্রথমে ব্যাট করে যে এমন হাল হবে, সেটা আর কে ভেবেছিল!
ওয়েস্ট ইন্ডিজ বোলিং নিয়ে সিরিজের শুরু থেকেই হাজারো কথা৷ প্রাক্তনরা বলছিলেন, হোল্ডারদের যা বোলিং অ্যাটাক, তাতে ভারতীয় দলকে দু’বার অলআউট করা এভারেস্ট অভিযানের মতোই৷ কিন্তু সেই বোলিংই নাজেহাল করে ছাড়ল শিখর ধাওয়ানদের৷ সিরিজে প্রথমবার ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্তির মধ্যে পড়তে হল৷
অ্যান্টিগা টেস্টের পরই তরুণ পেসার আলজারি জোসেফকে স্কোয়াডে আনা হয়েছিল৷ যদিও জামাইকাতে সুযোগ পাননি জোসেফ৷ তবে তৃতীয় টেস্টে আর তাঁকে বাইরে রাখতে পারলেন না হোল্ডাররা৷ স্বপ্নের অভিষেক বলতে যা বোঝায়, সেটাই হল৷ প্রথম টেস্টে খেলতে নেমে যদি বিরাট কোহলির উইকেট পকেটে থাকে, তার চেয়ে ভাল আর কী হতে পারে৷ একস্ট্রা বাউন্সের সামনে মুখ থুবড়ে পড়লেন বিরাট (৩)৷ তার আগে শিখর ধাওয়ানও (১) ড্রেসিংরুমে৷ ভারত তখন ১৯/২৷ সেখান থেকে ড্যামেজ কন্ট্রোল শুরু করলেন রাহুল-রাহানে৷ বেশিক্ষণের জন্য নয়৷ ৫০ করে রাহুল ফিরলেন৷ রাহানের সংগ্রহ ৩৫৷ রোহিত ফিরলেন ৯ রানে৷ যাবতীয় দায়িত্ব গিয়ে পড়ল অশ্বিন ও ঋদ্ধির ঘাড়ে৷ দিনের শেষে ৭৫ ও ৪৬ রানে অপরাজিত রইলেন দুই ক্রিকেটার৷
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ দরাজ সার্টিফিকেট দিলেন ক্যারাবিয়ান বোলারদের, দেখুন ভিডিও–
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.