স্টাফ রিপোর্টার: টি-২০ বিশ্বকাপে ওয়াংখেড়ের সেই সেমিফাইনালের ছবি এখনও যে টাটকা৷ এই ফরম্যাটে ভারত যতবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে, মুম্বইয়ে সিমন্সদের হাতে দুরমুশ হওয়ার সেই ছবি বারবার ভেসে উঠবে ভারতীয় ফ্যানদের চোখের সামনে৷ হয়তো ধোনি ও তাঁর ছেলেদের সামনেও৷ না হলে ভারত অধিনায়ক আগাম সতর্কবার্তা দিয়ে রাখবেন কেন? কেনই বা মার্কিন মুলুকে প্রথম টি-২০ ম্যাচের আগে ভারত অধিনায়ক বলবেন, এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর!
টেস্ট অধিনায়ক হিসাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দাপট দেখিয়ে এসেছেন কোহলি৷ তবে টি-২০ ফরম্যাট মানে অন্য ক্রিকেট৷ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সঙ্গে যার কোনও তুলনা চলে না৷ দলে ঢুকেছেন ক্রিস গেইল, ব্র্যাভো, পোলার্ডদের মতো বিগ হিটাররা৷ নিজেদের দিনে যাঁরা একাই ম্যাচের রং বদলে দিতে পারেন৷ নেটে ক্রিস গেইল রোদ চশমা পরে এমন মারকাটারি ভঙ্গিতে ব্যাট করলেন, যেন বুঝিয়ে দিতে চাইলেন, আমেরিকাতে গেইল ঝড়ের জন্য যেন প্রস্তুত থাকে সবাই৷ ধোনি নিজেও জানেন কাজটা কঠিন হবে তাঁর জন্য৷ টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে তাই বলে দিলেন, “মনে হয় না টেস্টে হারটা এখন আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মাথায় থাকবে৷ যারা টি-২০ দলে খেলবে, তাদের বেশিরভাগই তো ওখানে ছিল না৷ উত্তেজক ম্যাচ হতে চলেছে৷ আমেরিকার মাটিতে ক্রিকেটকে জনপ্রিয় করতে এর থেকে ভাল আর কী-ই বা হতে পারে?”
ক্যাপ্টেন বিরাট ক্যারিবিয়ানদের ধরাশায়ী করেছেন টেস্টে৷ ক্যাপ্টেন ধোনি কি এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের বদলা নিতে পারবেন? এখন তারই অপেক্ষা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.