Advertisement
Advertisement
Cricket

এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য নজির শোয়েব মালিকের, শুভেচ্ছা জানালেন স্ত্রী সানিয়া

ধোনি–বিরাট–রোহিতদের দখলেও নেই এই রেকর্ড।

‌Shoaib Malik becomes first Asian to complete 10,000 runs in T20s, Sania Mirza reacts | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 11, 2020 5:26 pm
  • Updated:October 11, 2020 11:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ তাঁর একসময়ের সতীর্থরা কেউ অবসর নিয়েছেন, কেউ আবার কোচ তো কেউ নির্বাচক। কিন্তু তিনি শোয়েব মালিক (Shoaib Malik) ৩৮ বছর বয়সে এসেও ব্যাট হাতে পারফর্ম করে চলেছেন। মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে বিরাট কোহলি (Virat Kohli), এমনকী বিশ্বের অনেক তাবড় ব্যাটসম্যানদের যে রেকর্ড নেই, এবার সেটাই করে দেখালেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। ইতিমধ্যে টুইট করে শোয়েবের স্ত্রী টেনিস সুন্দরী সানিয়া মির্জা স্বামীকে শুভেচ্ছাও জানিয়েছেন।

[আরও পড়ুন:‌‌‌ একই দিনে জোড়া ধাক্কা নাইট শিবিরে! রাসেলের চোটের পর ফের প্রশ্ন নারিনের অ্যাকশন নিয়ে]

রবিবার পাকিস্তানের (Pakistan) ঘরোয়া টি–টোয়েন্টি লিগ ন্যাশনাল T20 কাপে খাইবার পাখতুনখোয়ার হয়ে ৭৪ রান করেন মালিক। বালুচিস্তানের বিপক্ষে মাত্র ৪৪ বলে এই ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি চার ও ২টি ছয়। আর এর মাঝেই অনন্য রেকর্ডটিও গড়েন। মালিককে নিয়ে ইতিমধ্যে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। পরে সেটি রিটুইট করেন সানিয়া (Sania Mirza)। লেখেন, ‘‌‘‌ধৈর্য, কঠোর পরিশ্রম, ত্যাগ এবং বিশ্বাস। শোয়েব তোমার জন্য গর্বিত।’‌’‌

Advertisement

 

 টি–২০ ক্রিকেটে ৩৯৫টি ম্যাচে ৩৬৮ ইনিংস খেলে মালিকের সংগ্রহ ১০ হাজার ০২৭ রান। তবে এর মধ্যে মাত্র ২৩৩৫ রান দেশের জন্য করেছেন তিনি। বাকি রান বিভিন্ন টি–২০ লিগে করেছেন এই পাক ব্যাটসম্যান। টি-২০তে  মোট রানের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মালিক। প্রথম দু’‌টি স্থান দখলে রয়েছে দুই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle) এবং কায়রন পোলার্ডের (Kieron Pollard)। গেইলের সংগ্রহ যেখানে ১৩,২৯৬ রান, সেখানে দ্বিতীয় স্থানে থাকা পোলার্ডের সংগ্রহ ১০,৩৭০ রান।

[আরও পড়ুন:‌‌‌ আইপিএলে খেলা এই দুই ক্রিকেটার এবার যোগ দিয়েছেন সেনাবাহিনীতে, চেনেন এঁদের?‌]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement