Advertisement
Advertisement

Breaking News

Total Solar Eclipse

দিনেই নামবে গভীর রাত! বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ভারত থেকে?

কবে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ?

World will witness a captivating Total Solar Eclipse 2024। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2024 8:15 pm
  • Updated:March 5, 2024 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৮ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। আর সেই গ্রহণ হবে সূর্যের পূর্ণগ্রাস। অর্থাৎ দিনে দুপুরেই নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার। স্বাভাবিক ভাবেই সেই গ্রহণ ঘিরে মহাকাশপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন হয় সূর্যগ্রহণ। আর যদি চাঁদ কার্যত সম্পূর্ণ ঢেকে দেয় সূর্যকে সেক্ষেত্রে হয় পূর্ণগ্রাস। এই নিয়ে গত সাত বছরে এটি দ্বিতীয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার একাংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও মেরুপ্রদেশ থেকে। সকাল ১১টা ০৭ মিনিটে মেক্সিকোয় শুরু হবে গ্রহণ। তবে ভারত থেকে এটা দেখা যাবে না। এমনকী ভারতের কোনও প্রতিবেশী দেশ থেকেও দেখা যাবে না।

Advertisement

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

উল্লেখ্য, সূর্যগ্রহণ সব সময়ই মহাকাশপ্রেমীদের কাছে তুমুল আকর্ষণীয়। কিন্তু পূর্ণগ্রাসের আকর্ষণ অন্যরকম। বিজ্ঞানীরা বলেন, যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে তখন খালি চোখে তা দেখতে অসুবিধা নেই। এই দৃশ্য দেখতে তাই মহাকাশপ্রেমীদের আগ্রহের অন্ত নেই। কিন্তু দুর্ভাগ্যের, এবারের গ্রহণ দেখা যাবে না ভারত থেকে।

প্রসঙ্গত, মোট পাঁচটি গ্রহণের সাক্ষী হতে চলেছে ২০২৪। এর মধ্যে প্রথম গ্রহণ ২৪ মার্চ। ওই সময় চাঁদের পেনমব্রাল গ্রহণ। এর পর ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। ২ অক্টোবর সূর্যেবর বলয়গ্রাস। ১৭ অক্টোবর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

[আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসে দইয়ের মধ্যে ছত্রাক! যাত্রীর অভিযোগ ঘিরে ঘনাল বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement