স্টাফ রিপোর্টার: গঙ্গায় চলমান জাহাজ এবং ভেসেল থেকে প্রচুর পরিমাণে বর্জ্য মিশছে গঙ্গায়। আর তা থেকেই বাড়ছে গঙ্গাদূষণ। দূষণ রোধে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও গঙ্গাদূষণ আটকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে জাহাজ এবং ভেসেল থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য বিশেষ পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
পরিকল্পনা অনুযায়ী, এই সমস্ত বর্জ্য সংগ্রহের জন্য একটি বিশেষ যান আনতে চায় সরকার। সেই যান জাহাজ এবং ভেসেল থেকে বর্জ্য সংগ্রহ করবে। তারপরে সংগ্রহ করা বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হবে। প্রক্রিয়াকরণের মাধ্যমে তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। এর মাধ্যমে কিছুটা হলেও গঙ্গা দূষণ কমানো যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তবে এই খরচ কে বহন করবে? স্থানীয় পুরসভা না পরিবহণ দপ্তর, তা এখনও স্থির হয়নি।
জল পরিবহণের ক্ষেত্রে ‘ইনল্যান্ড ভেসেল রুল’ আনতে চলেছে রাজ্য সরকার। সেখানে জেটির আধুনিকীকরণ থেকে পরিকাঠামো উন্নয়ন কীভাবে হবে, তা লিপিবদ্ধ থাকবে। বৃহস্পতিবার ময়দান টেন্টে পরিবহণ সচিব সৌমিত্র মোহনের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মৎস্য, পর্যটন, কলকাতা পুরসভা, পোর্ট ট্রাস্ট, শালিমার-সহ বিভিন্ন বেসরকারি ক্রুজ সংস্থার কর্তারা। সেই বৈঠকে গঙ্গাদূষণ থেকে শুরু করে বর্জ্য সংগ্রহ, সেগুলি নিষ্কাশন, বিভিন্ন জলযানের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে জেটির সুরক্ষা নিয়ে পরিবহণ দপ্তরের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP আছে, তাতে আরও কিছু যুক্ত করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়। তবে নবান্নের তরফে জাহাজ এবার ভেসেল থেকে এই বর্জ্য সংগ্রহের বিষয়টি উপর জোর দেওয়া হচ্ছে বলেই খবর। এক আধিকারিকের কথায়, জাহাজ এবং ভেসেল থেকে প্রচুর পরিমাণে বর্জ্য নিয়মিত গঙ্গায় মেশে। তা কমানো গেলেই অনেকটা কমবে গঙ্গাদূষণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.