সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে পবিত্র রমজানের মাস। বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা শুরু করেছেন রোজা পালন। এই অবস্থায় আরব (UAE) মহাকাশচারী (Astranaut) সুলতান আলনায়েদি মহাশূন্যে অভিকর্ষহীন অবস্থাতেই সকলকে শুভেচ্ছা জানালেন রমজানের (Ramadan)। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। উল্লেখ্য, সুলতানই আরব দেশের প্রথম মহাকাশচারী, যিনি দীর্ঘদিন পৃথিবীর বাইরে কাটানোর মিশনে গিয়েছেন।
সুলতান টুইটারে লিখলেন, ‘রমজান মুবারক। বরকতে ভরা একটি মাসের শুভেচ্ছা সকলকে। আপনাদের সকলের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এই রাতের ছবিটি শেয়ার করছি।’ তবে আরব এই মহাকাশচারী অবশ্য মহাকাশে থাকার দরুন রোজা পালন করতে পারবেন না। যাত্রা শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, তা করতে গেলে মহাশূন্যে ক্রু সদস্যরা ঝুঁকির মধ্যে পড়বেন।
مبارك عليكم الشهر 🌙
اسأل الله ان يهل علينا شهر رمضان بالخير والبركة على الجميع..
اهديكم هذه المشاهد الليلية الجميلة من محطة الفضاء الدولية.Ramadan Mubarak 🌙
Wishing you all a month filled with blessings
Sharing the beautiful night time scenery from the International Space… pic.twitter.com/oF3557vXtm— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) March 23, 2023
উল্লেখ্য, মহাকাশের ইতিহাসে ১১তম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী দীর্ঘ সময়ের জন্য কোনও নভচরকে অন্তরীক্ষে পাঠিয়েছে। এর আগে অবশ্য মহাকাশে মানুষ পাঠানোর রেকর্ড গড়েছে আরব। ২০১৯ সালে হাজ্জা আল মনসৌরি নামের এক মহাকাশচারী ৮ দিন কাটিয়ে এসেছিলেন অন্তরীক্ষে। কিন্তু এত দীর্ঘ সময়ের জন্য কোনও মহাকাশচারীকে পাঠানোর নজির এই প্রথম গড়তে চাইছে আরব দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.