সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটিতে এখনও ঘুমন্ত চন্দ্রযানের রোভার ও ল্যান্ডার। ঘুম না ভাঙলেও তারা যা তথ্য পাঠিয়েছে তা যথেষ্ট, বলছে ইসরো (ISRO)। কিন্তু এর মধ্যেই বিস্ফোরক দাবি চিনের। সেদেশের এক শীর্ষ বিজ্ঞানী দাবি করেছেন, ভারত যে দাবি করছে চাঁদের দক্ষিণ মেরুতে নামার, সেটা ঠিক নয়। তাঁর মতে, চন্দ্রযান ৩ যেখানে নেমেছে সেটাকে চাঁদের দক্ষিণ মেরু তো বলা যায়ই না। এমনকী, মেরু অঞ্চলেও সেটি নামেনি।
ওউয়াং জিউয়ান নামের ওই চিনা বিজ্ঞানী বেজিংয়ের প্রথম চন্দ্রাভিযানের পিছনে থাকা প্রধান বিজ্ঞানী। তিনি দাবি করছেন, ”ভারতের ল্যান্ডিং সাইট চাঁদের দক্ষিণ মেরু নয়। সেটা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলেও নয়। এমনকী, অ্যান্টার্টিক মেরু অঞ্চলের কাছাকাছিও নয়।” চন্দ্রযান ৩ (Chandrayaan-3) নেমেছে চাঁদের (Moon) প্রায় ৬৯ ডিগ্রি দক্ষিণে অক্ষাংশ। সেকথা উল্লেখ করে ওউয়াঙের দাবি, জায়গাটা চাঁদের দক্ষিণ গোলার্ধ কিন্তু মেরু অঞ্চল নয়।
চিন একথা বললেও নাসার প্রধান বিল নেলসন কিন্তু ভারতের দাবি মেনে নিয়েছেন। চন্দ্রযান ৩-এক সফল অবতরণের পর তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘অভিনন্দন ইসরো। তোমরা সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছ। পাশাপাশি ভারতকে অভিনন্দন চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে পারা চতুর্থ দেশ হয়ে ওঠার জন্য। এই মিশনে তোমাদের পার্টনার হতে পেরে আমরা গর্বিত।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.