Advertisement
Advertisement

Breaking News

আরে বনাঞ্চল

বনাঞ্চল বাঁচাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ মু্ম্বইয়ের পড়ুয়া, সোমবার শুনানি

দিল্লিতে রঞ্জন গগৈয়ের বাড়ি গিয়ে আবেদনপত্র দিলেন পড়ুয়ারা।

To save Arrey forest a group of students will appeal to the CJI
Published by: Sucheta Sengupta
  • Posted:October 6, 2019 7:37 pm
  • Updated:October 6, 2019 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গল বাঁচাতে এবার সুপ্রিম কোর্টের বিচারপতির দ্বারস্থ হলেন মুম্বইয়ের একদল ছাত্রছাত্রী। তাঁরা দিল্লিতে গিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বাড়িতে গিয়ে স্মারকলিপি দিয়েছেন।  সোমবার এনিয়ে শুনানি। মেট্রোর শেড তৈরির জন্য মুম্বইয়ের আরে বনাঞ্চলের অধিকাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গর্জে উঠেছেন সেলিব্রিটিরাও। এবার একদল ছাত্রছাত্রীও জঙ্গল বাঁচাতে নিজেদের মতো করে প্রতিবাদে নামল। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানিয়েছেন, আরে বনাঞ্চল বাঁচাতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিশেষভাবে হস্তক্ষেপের আবেদন জানান।

[আরও পড়ুন: চাঁদের ছবি পাঠাল চন্দ্রযানের অরবিটার, মিলল চাঞ্চল্যকর তথ্য]

মুম্বইয়ের আরে বনাঞ্চলকে বাঁচাতে হলে, এখনিই ঝাঁপিয়ে পড়া প্রয়োজন। বেশি সময় নেই। ফেসবুকে এরকমই ঘোষণা করে তাঁদের বক্তব্য, মুম্বইয়ের ফুসফুসকে কেটে ফেলতে প্রস্তুত কর্তৃপক্ষ।নিজেদের আন্দোলন জোরদার করতে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা। গোরেগাঁওয়ে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের প্রায় ৫ হাজার গাছ-সহ কাটা পড়তে চলেছে একটি গোটা বনাঞ্চলই। এই খবর ছড়িয়ে পড়তে বলিউডের বেশ কয়েকজন তারকা প্রতিবাদে শামিল হয়েছিলেন। শ্রদ্ধা কাপুরকে পোস্টার হাতে দেখা গিয়েছিল এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। করণ জোহর থেকে মাধুরী দীক্ষিত, সকলেই টুইটারে নিজেদের প্রতিবাদ জারি রেখেছেন। #SaveAarey  নামে নেটদুনিয়ায় আন্দোলন ঐক্যবদ্ধ হচ্ছে।  কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর অবশ্য সাফাই দিয়ে জানিয়েছেন, দিল্লি মেট্রো সম্প্রসারণের সময় কয়েকটি গাছ কাটা পড়েছিল, তার জন্য পরিবেশপ্রেমীরা প্রতিবাদ করেছিলেন। আজ সেই মেট্রোই দেশের সবচেয়ে বড় এবং সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা। মুম্বই মেট্রোও এমনই সুফল হবে বলে তাঁর আশা। বিতর্ক আরও বাড়িয়েছেন মুম্বই মেট্রোর ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী ভিন্দে। তাঁর কথায়, ধ্বংস অলঙ্ঘনীয় ঘটনা। কিছু তৈরির জন্য কিছু ধ্বংস হবেই।

Advertisement

[আরও পড়ুন: ২০২১ সালের মধ্যেই প্রাণের সন্ধান মিলবে মঙ্গলে, দাবি নাসার প্রধান বিজ্ঞানীর]

গত শুক্রবার থেকে গাছ কাটা শুরু হয়েছে। একে বেআইনি কাজ বলে চিহ্নিত করে প্রতিবাদের জন্য ইতিমধ্যেই ২৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রছাত্রীদের যে দলটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই আবেদনই জানিয়েছেন যে গাছ কাটা নিয়ে বম্বে হাইকোর্টের রায়ের উপর যেন স্থগিতাদেশ দেওয়া হয়। যেহেতু শীর্ষ আদালত আগেই এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আরজি খারিজ করে দিয়েছে, তাই এমন পদক্ষেপ পড়ুয়াদের।আরে বনাঞ্চলকে বাঁচাতে তাঁদের তৎপরতা তুঙ্গে। সোমবারের শুনানির উপর নির্ভর করছে এর ভবিষ্যত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement