Advertisement
Advertisement

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের ৩, কলকাতা কত নম্বরে?

রবিবার সকালে কলকাতার বাতাসের গুণগত মান ছিল ২০৬!

This 3 Indian Cities Among World's Most Polluted Today | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 5, 2023 3:21 pm
  • Updated:November 5, 2023 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্রাছাড়া দূষণে রবিবারও ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি (Delhi)। বাতাসের গুণগত মান পৌঁছেছে অতি ভয়ংকর পর্য়ায়ে। ১০ নভেম্বর পর্যন্ত রাজধানীতে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। রবিবার দিল্লির বাতাসের গড় গুণগত মান (AQI) ছিল ৪৮৩। এর জেরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে ভারতের রাজধানী। দুনিয়ার সবচেয়ে দুষিত শহরের তালিকায় প্রথম দশে রয়েছে ভারতের আরও দুই শহর। ষষ্ঠ স্থানে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। অন্য শহরের নাম জানলে চমকে উঠবে বাঙালি। হ্যাঁ, সেই শহর হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা (Kolkata)। বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিটি অফ জয়।

আন্তর্জাতিক পরিবেশ গবেষণা সংস্থা সুইস গ্রুপ আই কিউএয়ারের (Swiss Group IQAir) রিপোর্ট অনুযায়ী রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির একিউআই ছিল ৪৮৩। বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের বাতাসের গুণগত মান ছিল ৩৭১। এর পরেই রয়েছে কলকতা। বাতাসের গুণগত মান ২০৬। অন্যদিকে তালিকায় ষষ্ঠ স্থানে থাকা মুম্বইয়ের একিআই ছিল ১৬২। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম দশে থাকা অন্য শহরগুলি হল ঢাকা (একিউআই ১৮৯), চিনির তিন শহর শেনইয়াং (একিউআই ১৫৯), হাংঝাউ (একিউআই ১৫৯) এবং উহান (একিউআই ১৫২) এবং কুয়েত সিটি (১৫৫)।

Advertisement

[আরও পড়ুন: আর চোখে জল নয়, এবার জলের দরেই পিঁয়াজ বেচবে কেন্দ্র]

প্রসঙ্গত, গতকালই চিকিৎসকরা জানান, রাজধানীতে শ্বাসগ্রহণে শারীরিক ক্ষতির সম্ভাবনা ২৫-৩০টি সিগারেট পানের সমান। বর্তমান পরিস্থিতিতে শ্বাসকষ্ট, চোখ জ্বালার মতো উপসর্গ দেখা দিচ্ছে। বিশেষত অসুস্থ হয়ে পড়ছে শিশু ও প্রবীণরা। গতকালই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেন, গর্ভস্থ শিশুর ফুসফুসের ক্ষতি হতে পারে মারাত্মক দূষণের জেরে।পরিবেশবিদদের দাবি, দূষণের প্রভাব পড়তে শুরু করেছে পশুপাখিদের উপরেও। অসুস্থ হয়ে পড়ছে পাখি ও অন্য প্রাণীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement