সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তিম পর্ব সোমবার শুরু হবে বলেই আশা ছিল। উৎকণ্ঠায় ছিলেন প্রায় প্রত্যেকেই। অপেক্ষার পর মিলল খুশির খবর। কারণ, চাঁদের কক্ষপথে চন্দ্রযান ২ থেকে সফলভাবে বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম।
ইসরো জানিয়েছে, চাঁদের অভিযানের এই মিশনে একের পর এক তাৎপর্যপূর্ণ ইভেন্টগুলির মধ্যে এটি অন্যতম। বিচ্ছেদের পর ‘ডিঅরবিট’ চলন বা কক্ষপথের বাইরে গিয়ে নিজস্ব চলন শুরুর কথা ল্যান্ডার বিক্রমের। এবার থেকে অরবিটারের মাধ্যমেই ল্যান্ডার বিক্রমের উপর নজর রাখবে ইসরো। এর মধ্যেই পরপর পাঁচটি কাজের একটি সম্ভাব্য তালিকা তৈরি হয়েছে। যার মধ্যে প্রথমটি ‘ডিঅরবিট’। রবিবার বিক্রমের স্বাস্থ্য পরীক্ষার পর তা মূল যান থেকে পৃথক হয়ে নিজে চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু করবে। এই সময়েই কক্ষপথ ছোট করবে। সাকুল্যে চার দিনে চাঁদের মাটির একেবারে কাছে পৌঁছে যাবে। এতদিন পর্যন্ত আড়াআড়িভাবে নামবে চন্দ্রযান। ৬ তারিখ সকাল থেকে তার অবতরণের পথ একেবারে সোজাসুজি। শেষে ওইদিন মাঝরাতে কিছুটা সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত লাফ দেবে ল্যান্ডার বিক্রম। সম্ভাব্য সময় ৭ সেপ্টেম্বর রাত প্রায় দু’টো। এই ল্যান্ডার বিক্রমের ভিতরে রয়েছে রোভার প্রজ্ঞান। অবতরণের পরই ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।
এর আগে সোভিয়েত রাশিয়া, আমেরিকা, চিন চাঁদে পৌঁছেছে। এরপর চতুর্থ দেশ হিসাবে তালিকায় রয়েছে ভারতই। প্রথম দেশ হিসেবেও ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে।
#ISRO
— ISRO (@isro) September 2, 2019
Vikram Lander Successfully separates from #Chandrayaan2 Orbiter today (September 02, 2019) at 1315 hrs IST.
For details please visit https://t.co/mSgp79R8YP pic.twitter.com/jP7kIwuZxH
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.