Advertisement
Advertisement

Breaking News

‘কী সঙ্গীত ভেসে আসে’! মহাবিশ্বের সুদূর কোণ থেকে এল ৩৫টি রহস্যময় সংকেত

গবেষকদের দাবি ঘিরে চাঞ্চল্য।

Telescope picks up 35 mysteriously repeating signals coming from deep space। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 19, 2023 5:16 pm
  • Updated:December 19, 2023 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাবিশ্বে (Universe) মানুষ কি সত্যিই কি একা? এই বিপুল ব্রহ্মাণ্ডের কোথাও কি নেই আমাদের দোসর? এই প্রশ্নের উত্তর সেই কবে থেকে তন্নতন্ন করে খুঁজছেন বিজ্ঞানীরা। কিন্তু আজও ‘উত্তর মেলে নাই’। কিন্তু এবার আশার আলো খুঁজে পেল SETI। সুদূর মহাকাশ থেকে ভেসে এল ৩৫টি রহস্যময় সংকেত।

ভিনগ্রহে প্রাণের সন্ধান করাই কাজ ‘সেটি’র। সেই সংস্থার এক দলের নাম এফআরবি। ‘ফাস্ট রেডিও বার্স্ট’ শনাক্ত করাই তাদের কাজ। কী এই ‘ফাস্ট রেডিও বার্স্ট’? এগুলো হল এমন এক ধরনের তেজস্ক্রিয় সংকেত যার স্থায়িত্ব মাত্র কয়েক মিলিসেকেন্ড। কিন্তু সেই সময়ই সূর্য থেকে নির্গত সারা বছরের তেজস্ক্রিয় রশ্মির থেকে বেশি তেজস্ক্রিয়তা নির্গত হয়। সাধারণত এফআরবি একক রশ্মি হিসেবে আছড়ে পড়ে। কিন্তু কখনও যদি বারবার এই ধরনের সংকেত পুনরাবৃত্ত হয় সেক্ষেত্রে তার উৎস সম্পর্কে রহস্য জেগে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল চিন, মৃত অন্তত ১১১]

মোট ৫৪১ ঘণ্টার পর্বের সংকেত খতিয়ে দেখতে গিয়ে ৩৫টি সংকেতকে রহস্যময় বলে মনে করছেন বিজ্ঞানীরা। রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। সেই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, সম্ভতত কোনও নিউট্রন তারার শক্তিশালী চৌম্বকক্ষেত্র থেকে ওই সংকেত আসছে। মনে করা হচ্ছে, এই ধরনের সংকেতের (Mysterious signal) পর্যবেক্ষণ এই আশ্চর্য রহস্যে ভরা মহাবিশ্বকে বুঝতে সাহায্য করবে।

[আরও পড়ুন: কেমন আছেন দাউদ? জানাল ছায়াসঙ্গী গ্যাংস্টার ছোটা শাকিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement