Advertisement
Advertisement

Breaking News

Sunita Williams

জানলার বাইরেই ‘বাড়ি’ পৃথিবী! মহাশূন্যে হাসিমুখে দেখা গেল সুনীতা উইলিয়ামসকে

সুনীতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মাঝেই স্বস্তি দিচ্ছে এই ছবি।

Sunita Williams is all about being happy and healthy in new picture from space, shared by NASA
Published by: Biswadip Dey
  • Posted:November 17, 2024 2:37 pm
  • Updated:November 17, 2024 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কেমন আছেন, তা নিয়ে নানা আশঙ্কা, জল্পনা, উদ্বেগ। বিশেষ করে ভয় ধরাচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের সাম্প্রতিক সব ছবি। সেখানে দেখা গিয়েছে, তাঁর চুলে পাক ধরেছে। ভেঙে গিয়েছে চোয়াল। শীর্ণ হয়েছে দেহ। কিন্তু এই পরিস্থিতিতে তাঁর নতুন একটি ছবি প্রকাশ করেছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা প্রকাশিত সাম্প্রতিকতম ছবিটি দেখে অনেকেই আশ্বস্ত হচ্ছেন।

কী দেখা যাচ্ছে ছবিটিতে? সেখানে সুনীতাকে হাসিমুখে দেখা যাচ্ছে। স্পেস স্টেশনের জানলা দিয়ে যেন অধীর চিত্তে তাকিয়ে রয়েছেন ‘বাড়ি’ পৃথিবীর দিকে। তাঁর শরীরী ভাষায় খুশি ও সুস্থতার প্রকাশ খুঁজে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন মহাকাশপ্রেমীরা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফেরার কথা তাঁর। অর্থাৎ এখনও আড়াই মাস অন্তত মহাশূন্যেই থাকতে হচ্ছে। আপাতত তিনি সুস্থ হয়ে কবে ফিরবেন, সেই প্রতীক্ষাতেই পৃথিবীবাসী।

Advertisement

জুন মাসের প্রথম সপ্তাহে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়মস ও বুচ উইলমোর। তাঁদের ফিরে আসার কথা থাকলেও, মহাকাশযানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁদের ফেরা হয়নি। আপাতত স্পেস স্টেশনে দিন কাটাতে হচ্ছে। নাসা অবশ্য নিয়মিত তাঁদের জন্য রসদ পাঠাচ্ছে এবং স্বাস্থ্যপরীক্ষা চলছে। মহাকাশ থেকে তাঁরা মাঝেমধ্যেই জনতার উদ্দেশে বার্তা দিচ্ছেন। তাতেই বোঝা যাচ্ছে সুনীতার চেহারায় বেশ বদল এসেছে। অনেকটা রোগা দেখাচ্ছে তাঁকে। তা নিয়ে প্রশ্ন উঠতেই নাসা তড়িঘড়ি জানায়, তাঁরা ভালোই আছেন। সুনীতা নিজেও বলেছেন, তাঁর শরীর ভালোই আছে, তিনি ফিট। এবার স্বস্তি দিল তাঁর নতুন ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement