Advertisement
Advertisement

Breaking News

Sunita Williams

‘তোমার হল শুরু’… সুনীতাদের ‘ড্রাগনে’ চড়েই এবার মহাকাশে যাবেন আরেক ভারতীয়!

এবার সকলের নজর অ্যাক্সিওম মিশন ৪-এর দিকে।

Sunita Williams' Dragon will next fly another Indian astronaut to space
Published by: Biswadip Dey
  • Posted:March 19, 2025 12:39 pm
  • Updated:March 19, 2025 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃত্ত এভাবেই হয়তো পূর্ণ হয়। কিংবা নতুন মাত্রা পায়। সদ্য ২৮৬ দিন অন্তরীক্ষে কাটিয়ে ‘ঘরে’ ফিরেছেন সুনীতা উইলিয়ামস। ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে ‘ড্রাগন ফ্রিডম’। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী ও তাঁর সঙ্গীর পাশাপাশি আলোচনায় রয়েছে ওই মহাকাশযানটিও। যার পরের অভিযানেও থাকবেন এক ভারতীয়। তৈরি হবে ইতিহাস!

জানা গিয়েছে, এবার সকলের নজর অ্যাক্সিওম মিশন ৪ (Ax-4)-এর দিকে। এই বেসরকারি মিশন মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। এই প্রথম এক ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবেন কোনও বেসরকারি মিশনের অংশ হয়ে।

Advertisement

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে Ax-4-কে। বিভিন্ন ক্ষেত্র থেকে মহাকাশচারীরা স্পেসএক্স ড্রাগনে চেপে ১৪ দিনেরও ওই মহাজাগতিক সফরে অংশ নেবেন। এই দলেরই অন্যতম শুক্লা। ভারতীয় বায়ুসেনার এই টেস্ট পাইলট গগনযান প্রকল্পেও একজন। এছাড়া ওই অভিযানের ক্রু সদস্যদের মধ্যে কমান্ডার হিসেবে থাকবেন পেগি হুইটসন। থাকবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই মহাকাশচারী- পোল্যান্ডের সাওজ উজনানস্কি-উইসনিয়েস্কি এবং হাঙ্গারির টিবর কাপু। ইসরো ও নাসার অংশীদারিত্বে পরিকল্পনা করা হয়েছে এই মিশনের।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টা ৩৫ নাগাদ শুরু হয় সুনীতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাঁদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা। সমুদ্রে অবতরণের পর হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনীতাদের। তাঁরা রওনা দেন হিউস্টন জনসন স্পেস সেন্টারের উদ্দেশে। আগামী কয়েকদিন এখানেই থাকবেন মহাকাশচারীরা। এবার নজর ঘুরছে ড্রাগনের দিকে। সুনীতার পরে আরেক ভারতীয়র বাহন হতে চলেছে সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub