সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই কি ধ্বংসের সূচনা? নাকি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে পৃথিবী? এই দিনই কি বিশ্ব থেকে বিদায় নেবে নোভেল করোনা ভাইরাস? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে, সূর্যগ্রহণের আলোচনাকে ঘিরেই উঠে আসছে এই সমস্ত প্রসঙ্গ। না, এর নেপথ্যে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ‘বিশ্বাসে মিলায় বস্তু’র মন্ত্রেই চলেছে নিরন্তর জল্পনা। আর ঠিক এই কারণেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের বলয়গ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse)। তবে কারণ যাই হোক, সূর্যগ্রহণ দেখার আগে জনসাধারণের জন্য নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র।
কীভাবে সূর্যগ্রহণ দেখবেন, কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন ইত্যাদি ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিতে কেন্দ্রের তরফে নাগরিকদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। কী রয়েছে নিয়মাবলিতে? তা জানার আগে জেনে নেওয়া যাক রবিবার কোথা থেকে কখন গ্রহণ দেখা যাবে।
বলয়গ্রাস সূর্যগ্রহণে একটু একটু করে সূর্যকে ঢেকে দেবে চাঁদ। তবে পুরো অন্ধকার না হয়ে তৈরি হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার। আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ নাগাদ। শেষ হবে বেলা ৩.০৪ মিনিটে। ৯টা ৫৮ মিনিটে দেশে প্রথম গ্রহণ দেখা যাবে ভুজ থেকে। গুজরাটের পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু অংশ থেকে তা দৃশ্যমান হবে। এটি স্পষ্ট দেখা যাবে আফ্রিকার কিছু অংশেও। তবে বাংলা থেকে পুরোপুরি সূর্যগ্রহণ কোনওভাবেই দেখা যাবে না। আবার আকাশে মেঘ থাকলে সূর্যগ্রহণ দেখার সম্ভাবনা আরও কমবে। কলকাতায় সকাল ১০.৪৬ নাগাদ দেখা যেতে পারে গ্রহণ।
কী করবেন?
কী করবেন না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.