Advertisement
Advertisement

Breaking News

Solar Eclipse 2025

শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে ভারত থেকে?

এবছর দু'টি সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন মহাকাশপ্রেমীরা।

Solar Eclipse 2025: Date and time in India
Published by: Biswadip Dey
  • Posted:March 26, 2025 4:23 pm
  • Updated:March 26, 2025 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের দিনই ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। কিন্তু তা দেখা যায়নি ভারত থেকে। এবার হতে চলেছে সূর্যগ্রহণ। এটিই ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এবং এটিও দৃশ্যমান হবে না ভারতে। প্রসঙ্গত, এবছর দু’টি সূর্যগ্রহণ হওয়ার কথা। প্রথমটি ২৯ মার্চ, দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর।

এবারের গ্রহণ আংশিক। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর ২টো ২০ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে ৬টা ১৩ মিনিটে। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছবে ৪টে ১৭ মিনিটে। ভারত থেকে না দেখা গেলেও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে।

Advertisement

প্রসঙ্গত, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ হয়। যদি সূর্যের আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয় তাহলে পূর্ণগ্রাস গ্রহণ হয়। অন্যথায় হয় আংশিক সূর্যগ্রহণ। এবারের গ্রহণ আংশিক। উল্লেখ্য, এবছর চারটি গ্রহণ হওয়ার কথা। এর মধ্যে মার্চে একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ। আবার ৭ সেপ্টেম্বর হবে চন্দ্রগ্রহণ। ২১ সেপ্টেম্বর সূর্যের বলয়গ্রাস।

২০২৫ সালের শুরু থেকেই মহাজাগতিক নানা বিস্ময় অপেক্ষা করে রয়েছে মহাকাশপ্রেমীদের জন্য। উল্কাবৃষ্টি থেকে শুক্র-শনির সহাবস্থানের মতো নানা দৃশ্যের সাক্ষী হয়েছেন তাঁরা। এর মধ্যে অন্যতম গ্রহণ। প্রতি বছরের মতো এবারও আলাদা করে নজর কাড়বে সূর্য ও চন্দ্রের গ্রহণ। কিন্তু প্রথম গ্রহণটির মতো দ্বিতীয় গ্রহণও দেখা যাবে না ভারত থেকে। তবে অনলাইনে তা দেখা যাবে। যদিও একথা সত্য যে, মহাকাশের বিরাট প্রেক্ষাপটে গ্রহণ দেখা আর নকল স্ক্রিনে তা দেখার মধ্যে রয়েছে আকাশপাতাল ফারাক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement