Advertisement
Advertisement

Breaking News

Exoplanet

মহাকাশে মিলল ‘অতিকায় আয়না’র খোঁজ! আশ্চর্য গ্রহ দেখে হতবাক বিজ্ঞানীরা

কেন গ্রহটি ঝকঝক করে?

Scientists describe shiniest exoplanet 'giant mirror in space'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 11, 2023 6:37 pm
  • Updated:July 11, 2023 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মহাকাশে অতিকায় আয়না’র খোঁজ পেলেন বিজ্ঞানীরা। ২৬৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এক গ্রহ (Exoplanet) আবিষ্কার করেছে নাসা (NASA)। টাইটেনিয়াম ও সিলিকেট দিয়ে তৈরি এই গ্রহের ধাতব মেঘের কারণেই তা দূর থেকে আয়নার মতো ঝকঝক করে। তাই তাকে এই নামেই ডাকা হচ্ছে।

২০২০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সুদূর মহাকাশের বুকে ওই গ্রহটির সন্ধান পেয়েছিল। পরে সেটি নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ গ্রহটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এলটিটি৯৭৭৯বি নামের ওই গ্রহটি তার ‘সূর্য’কে প্রদক্ষিণ করে মাত্র ১৯ ঘণ্টায়। এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ নামের জার্নালে।

Advertisement

[আরও পড়ুন: জোর করে মূত্রপান করানোর অভিযোগ তুলেছিলেন, তরুণকে নগ্ন করে পেটানোয় অভিযুক্ত তিনিই!]

ওই গবেষণাপত্রের অন্যতম লেখক অধ্যাপক জেমস জেনকিনস জানাচ্ছেন, সুদূরে অবস্থিত গ্রহটির আকাশের ধাতব মেঘ থেকে টাইটেনিয়ামের বৃষ্টি হয়। পৃথিবীর থেকে ৪.৭ গুণ বড় ওই প্রায় ‘জ্বলন্ত’ গ্রহটি সূর্যের থেকে পৃথিবীর দূরত্বের ৬০ গুণ কাছাকাছি অবস্থিত তার নক্ষত্রের। তার আকাশে ভেসে বেড়ায় ধাতব মেঘ। সেই কারণেই সেটি দূর থেকে আয়নার মতো আলো প্রতিফলিত করে।

সৌরজগতের বাইরে থাকা গ্রহদের পর্যবেক্ষণ করে ব্রহ্মাণ্ডের স্বরূপকে বুঝে ওটার চেষ্টা করে যান বিজ্ঞানীরা। সেই তালিকায় এবার যোগ হল এই গ্রহটি। তার আশ্চর্য গড়ন দেখে গবেষকরা জানাচ্ছেন, এই চরিত্রের গ্রহ যে হতে পারে এতদিন তা তাঁদের ধারণাতেই ছিল না।

[আরও পড়ুন: বাংলার ভোট হিংসায় আক্রান্তদের অসমে ‘আশ্রয়’ দেওয়ার প্রস্তাব হিমন্ত বিশ্বশর্মার! কড়া জবাব তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement