অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে (Bengali Safari Park)ফের খুশির হাওয়া। এবার মা হলো রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger) রিকা। ১৯ আগস্ট তার প্রসব করা তিনটি শাবক সুস্থ রয়েছে। তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। এই নবজাতকদের নিয়ে এই মুহূর্তে সেখানে বাঘের সংখ্যা দাঁড়াল ১৩। তবে পার্কে থাকা একমাত্র সাদা বাঘ কিকা অসুস্থ। তাই শাবক-সহ তাকে দেখভালের জন্য একটি চিকিৎসকের দল রাখা হয়েছে। উল্লেখ্য, ইকা, রিকা এবং কিকা – এই তিন বাঘের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী।
শনিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে একথা জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotiprioya Mullick) । পাশাপাশি তিনি এদিন স্পষ্ট জানিয়েদেন যে সাফারি পার্ক সম্প্রসারণ করা হবে। রাজ্য সরকার আরও ৪৩ হেক্টর জমি দিয়েছে। ডিসেম্বর মাসেই পার্কে সিংহ চলে আসবে। তার জন্য ২০ হেক্টর জায়গা নিয়ে এনক্লোজার তৈরি করা হয়েছে। বনমন্ত্রী বলেন, “এই পার্ককে ঢেলে সাজানো হচ্ছে। নতুন অনেক পশু আনা হবে।”
বেঙ্গল সাফারি পার্কে একমাত্র সাদা বাঘ (White Tiger) হলো কিকা। কিন্তু এই একমাত্র বাঘটি ভীষণ অসুস্থ। সে এখন এক চোখে দেখতে পায়না। কানেও শুনতে পায় না। সম্প্রতি এই কিকা দুটো শাবকের জন্ম দেয়। কিন্তু প্রসবের পর সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে একটি শাবকের উপর নিজেই শুয়ে পড়ায় শাবকটির মৃত্যু হয়। এছাড়া তার বাকি শাবকটিও ফুসফুসে সংক্রমণের কারণে মারা যায়। তবে সাদা বাঘটির চিকিৎসা চলছে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,”বাঘটিকে নজরদারিতে রাখা হয়েছে। আপাতত ভালই রয়েছে কিকা।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি পার্ক। মোট ২৯৭ হেক্টর জমির ওপর এই পার্ক তৈরি করা হয়। এবার আরও বাড়তি ৪৩হেক্টর জমি দেওয়া হলো। পার্কে ইতিমধ্যে বাঘ, হরিণ, ভল্লুক ও লেপার্ড সাফারি রয়েছে। এবার নবতম সংযোজন হতে চলেছে সিংহ সাফারি। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই তা শুরু হয়ে যাবে। এছাড়া পার্কে থাকা গন্ডারের জন্যও আলাদা করে ৫ হেক্টর জমিতে এনক্লোজার বানানো হয়েছে। পার্কে অবশ্য সিংহ ছাড়াও কালো চিতা, জিরাফ, জেব্রা আনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাপ আনার পরিকল্পনাও করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.