Advertisement
Advertisement

চাঁদের মাটিতে সালফারের সন্ধান পেল প্রজ্ঞান, চলছে হাইড্রোজেনের খোঁজ

আরও বেশ কিছু ধাতুর অস্তিত্বের সন্ধান মিলেছে চাঁদের দক্ষিণ মেরুতে।

Rover Pragyan rover finds Sulphur on Moon’s south polar region। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 29, 2023 8:44 pm
  • Updated:August 30, 2023 10:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটিতে সালফারের সন্ধান পেল প্রজ্ঞান। এবার খোঁজ চলছে হাইড্রোজেনের। চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশ পৌঁছেছে। চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) প্রতিটি পদক্ষেপের দিকে চোখ রয়েছে মহাকাশপ্রেমীদের।

ইসরো জানিয়েছে, এখনও পর্যন্ত অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ক্রোমিয়াম, সিলিকন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, টাইটানিয়ামের সন্ধান পেয়েছে রোভার। চলছে হাইড্রোজেনের খোঁজ। উল্লেখ্য, গতকালই প্রজ্ঞান গড়েছে নয়া ইতিহাস। প্রথমবারের জন্য সামনে পড়ে থাকা বাধাকে অতিক্রম করেছে সে। ১০০ মিলিমিটারের একটি ছোট্ট গর্ত টপকে বিজ্ঞানীদের আশ্বস্ত করেছে প্রজ্ঞান। সরোর কন্ট্রোল রুমে বসে থাকা বিজ্ঞানীরা এই সাফল্যে উচ্ছ্বসিত। তাঁরা লাগাতার নজরদারি চালিয়ে যাচ্ছেন প্রজ্ঞানের গতিবিধিতে। রোভারের গতিবিধি কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় নয়। তার গতিবিধির একাংশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বেঙ্গালুরু থেকেই।

Advertisement

[আরও পড়ুন: বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, বন্যা কবলিত দু’লক্ষ, অসমে এখনও পর্যন্ত দুর্যোগে মৃত ১৫]

এদিকে মাত্র ১৪ দিন কর্মক্ষম থাকবে প্রজ্ঞান। অর্থাৎ আর ১ সপ্তাহ সে চাঁদের মাটিতে অনুসন্ধান চালাতে পারবে। এই সময়ে আর কী কী তথ্য সে আনতে পারে সেদিকে কেবল ভারত, তাকিয়ে গোটা বিশ্বই। কেননা চাঁদের দক্ষিণ মেরু এখনও পর্যন্ত এক না দেখা দেশ।

[আরও পড়ুন: এভাবেও ফিরে আসা যায়…! দু’গোলে পিছিয়ে পড়েও নর্থইস্ট বধ, ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement