Advertisement
Advertisement

মানুষ বন্ধুর টানে ৮,০০০ কিমি সমুদ্রপথ পাড়ি দেয় এই পেঙ্গুইন

পাঁচ বছর আগে প্রাণ বাঁচানো মানুষটিকে আজও ভোলেনি সে৷

Rescued Penguin Swims 8000 Km Every Year To Meet His Saviour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 1:35 pm
  • Updated:September 14, 2019 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার জন্য কোনও ভাষার প্রয়োজন হয় না৷ প্রয়োজন হয় না কোনও দেখনদারির৷ মন নিজে থেকেই চিনে নেয় ভালবাসার মানুষটিকে৷ তা সে মানুষই হোক, বা অবোধ পশু৷ ভালবাসার টানে পেরিয়ে আসতে পারে আসমুদ্র হিমাচল৷ ঠিক এই রকমই কাহিনী ব্রাজিলের জোয়াও পেরেরা ডি’স্যুজা ও তাঁর প্রিয় পেঙ্গুইন ডিনডিমের৷

৭১ বছরের পেরেরা পেশা ছিল রাজমিস্ত্রির কাজ, আর নেশায় ছিল ব্রাজিলের সৈকতে মাছ ধরা৷ পাঁচ বছর আগে সমুদ্রে যাওয়ার সময় হঠাৎ তীরে একটি পেঙ্গুইনকে পড়ে থাকতে দেখেন৷ প্রায় মরতে বসেছিল অবোধ পশুটি৷ জোয়াও তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন৷ বেশ কয়েকদিন ধরে সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তোলেন৷ নাম দেন ডিনডিম৷

Advertisement

ডিনডিম সুস্থ হয়ে যাওয়ার পর সমুদ্রে তাঁকে ছেড়ে দিতে যান জোয়াও৷ কিন্তু, ততদিনে নিবিড় বন্ধুত্ব হয়ে গিয়েছে দু’জনের৷ প্রথমে বন্ধুকে ছেড়ে যেতেই চায়নি সে৷ কিন্তু পরে প্রকৃতির টানে তাকে পাড়ি দিতে হয় সমুদ্রমাঝে৷ জোয়াও ভেবেছিলেন, আর দেখা হবে না ডিনডিমের সঙ্গে৷

কিন্তু, সবাইকে অবাক করে নিজের জীবনদাতার কাছে ফিরে আসে ডিনডিম৷ একবার নয় বারবার ফিরে আসে সে আট হাজার কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে৷ শুধুমাত্র নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে৷ ব্রাজিলের সৈকতে পেঙ্গুইন আসা কোনও নতুন ঘটনা নয়৷ কিন্তু, বছরে প্রায় আট মাসই জোয়াও-এর কাছেই ডিনডিম৷ শুধু তাই নয়, অন্য কোনও পশুপাখিকে জোয়াওয়ের কাছেও ঘেঁষতে দেয় না সে৷ ভালবাসার টান বোধহয় একেই বলে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement