সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন রাখির উপহার! সোমবার রাতের আকাশে আবির্ভূত হবে মস্ত বড় চাঁদ। পূর্ণিমার চাঁদই বলুন বা বিজ্ঞানের মায়ার খেলা – আপনাকে চমক দিতে বিরলতম মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে সোমবার রাতে। আগামী তিনদিন আকাশে অবস্থান করবে সেই সুপারমুন, যা আবার মহাকাশ বিজ্ঞানের ভাষায় ‘ব্লু মুন’ও। আকাশপ্রেমীদের জন্য এমনই সুখবর শোনালেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, সোমবারই আকাশে আবির্ভূত চাঁদ হবে ২০২৪ সালের সবচেয়ে বড়।
সুপারমুন (Supermoon) আসলে কী? কেনই বা এমন নামকরণ? মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব বলছে, আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে একটা সময় আসে যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ। তখন তাকে সবচেয়ে বড় দেখায়। বছরের কয়েকবার এমন অবস্থানে আসে চাঁদ। তবে ১৯ আগস্ট অর্থাৎ রাখিপূর্ণিমার (Rakhi) দিন যে চাঁদ রাতের আকাশকে আলোয় ভরিয়ে দেবে, তা স্রেফ সুপারমুন নয়। বলা হচ্ছে, তা ‘ব্লু মুন’ও। যা নাকি একটা বিরলতম সংযোগ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, কয়েক দশকের মধ্যে দু,একবার এমনটা হয়। যদিও ব্লু-মুনের মধ্যে চাঁদের রঙের কোনও সম্পর্ক নেই।
এনিয়ে নাসার অবসরপ্রাপ্ত বিজ্ঞানী গর্ডন জনস্টন জানাচ্ছেন, ”একটা মরশুমে যদি চারবার এমন চাঁদ আকাশে দেখা যায়, তাহলে গোটা চক্রকে ব্লু-মুন বলা হয়। তার প্রথমটির নাম দেওয়া হয় ব্লু-মুন। তবে ব্লু-মুন নামটা নিয়ে গোলমালও হয়। কখনও কখনও বাতাসে ধূলিকণার পরিমাণ বেশি থাকলে অনেক সময়ে বেশি আকাশে চাঁদের রং নীলচে দেখায়। কিন্তু তার সঙ্গে ব্লু মুন (Blue Moon) নামের কোনও সম্পর্ক নেই।” কিন্তু এমন বিরল মহাজাগতিক দৃশ্য কি আপনার দৃষ্টিগোচর হবে? এই প্রশ্নের উত্তরেও সুখবর শোনাচ্ছেন বিজ্ঞানীরা। বলছেন, দূষণমুক্ত (Pollution free) অন্ধকার যে কোনও জায়গা থেকে আকাশের দক্ষিণপূর্ব-পূর্বদিকে তাকালে আপনার চোখের সামনে উদ্ভাসিত হবে শ্বেত থালার মতো উপগ্রহ! ১০ মিনিট ধরে স্থির তাকিয়ে থাকলে দেখবেন, ধীরে ধীরে রূপ বদল হচ্ছে তাঁর। পরবর্তী সুপারমুন দেখা যাবে অক্টোবরে, পুজোর পর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.