Advertisement
Advertisement
মাইক্রো মুন

আগামিকাল আকাশে ক্ষুদ্রতম চন্দ্রদর্শন, তবে বাদ সাধতে পারে আবহাওয়া

১৩ বছর আগে দেখা গিয়েছিল মাইক্রো মুন।

Rare full harvest micro-moon is coming for Friday the 13th
Published by: Bishakha Pal
  • Posted:September 12, 2019 4:36 pm
  • Updated:September 12, 2019 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার ক্ষুদ্রতম চাঁদের দেখা মিলেছিল ২০০৬ সালে। মাঝে দীর্ঘ ১৩ বছরের বিরতি। আগামিকাল, শুক্রবার ফের দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ বা মাইক্রো মুন। সাধারণ আকারের তুলনায় এই সময় ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায় চাঁদ। শুক্রবার পূর্ণিমা হওয়ায় চাঁদ আরও স্পষ্টভাবে দেখা হবে।  

এমন ঘটনার কারণ কী?

Advertisement

বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের পথ উপবৃত্তাকার। ফলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবসময় সমান হয় না। সাধারণভাবে পৃথিবী ও তার উপগ্রহের মধ্যে দূরত্ব ২ লক্ষ ৩৮ হাজার ৯০০ মাইল ধরা হয়। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথের জন্য এই দূরত্ব সবসময় একই থাকে না। চাঁদ কখনও পৃথিবীর কাছে থাকে, কখনও অনেক দূরে। কাছে থাকলে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে ২ হাজার ৩৯ মাইল বা তার থেকেও কম। তখনই হয় সুপার মুন। আর দূরে থাকলে দূরত্ব হয় ২ লক্ষ ৫১ হাজার ৬৫৫ মাইল। কিন্তু শুক্রবার আরও দূরে অবস্থান করবে চাঁদ। ২ লক্ষ ৫১ হাজার ৬৫৫ মাইলের থেকে আরও ৮১৬ মাইল দূরে থাকবে উপগ্রহ। ফলে আরও ছোট দেখাবে তাকে।

[ আরও পড়ুন: ২.১ কিমি নয়, চন্দ্রপৃষ্ঠ থেকে ঢিলছোঁড়া দূরত্ব পর্যন্ত ইসরোর নিয়ন্ত্রণে ছিল বিক্রম! ]

১৩ বছর পর এমন অবস্থানে এসেছে চাঁদ। এর আগে ২০০৬ সালে মাইক্রো মুন দেখা গিয়েছিল। কলকাতায় পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টারের ডিরেক্টর সঞ্জীব সেন জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা। ছাড়বে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে। ফলে হাতে পাওয়া যাবে গোটা রাত। ফলে যে কোনও সময়ে মাইক্রো মুন দেখতে পাবে রাজ্যবাসী। 

তবে তীরে এসে তরী ডোবার সম্ভাবনা রয়েছে ষোলোআনা। কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। ফলে আকাশ মেঘমুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। তার উপর বৃষ্টি হলে তো আরও সমস্যা। তাই আবহাওয়ার উপরই এখন নির্ভর করছে সবকিছু। আবহাওয়া এই রকম থাকলে মাইক্রো মুন দেখার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে পরের বারের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, এরপর ২০৩৩ সালের মে মাসে ফের দেখা মিলবে মাইক্রো মুনের।

[ আরও পড়ুন: ল্যান্ডার বিক্রমের আয়ু মাত্র ১৪ দিন, কেন জানেন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement