সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঁধারঘেরা চন্দ্রপৃষ্ঠে হেঁটে চলে বেড়াতে বেড়াতে নয়া সাফল্য পেল রোভার ‘প্রজ্ঞান’ (Pragyan)। প্রথমবারের জন্য সামনে পড়ে থাকা বাধাকে অতিক্রম করল সে। আপাত ভাবে এই সফলতা বিরাট কিছু না মনে হলেও ইসরোর বিজ্ঞানীরা উচ্ছ্বসিত। কেননা চাঁদের এবড়ো খেবড়ো মাটিতে চন্দ্রযানের (Chandrayaan 3) চলাফেরা ঠিকমতো হলে অদেখা দক্ষিণ মেরুর অজানা সব তথ্য অনায়াসে হাতের মুঠোয় আনা সম্ভব হবে। তাই এই সাফল্যে ‘বিন্দুতে সিন্ধু’ দেখছেন তাঁরা।
গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে নেমেছিল প্রজ্ঞান। এবার সে ১০০ মিলিমিটারের একটি ছোট্ট গর্ত টপকে গেল। ইসরোর কন্ট্রোল রুমে বসে থাকা বিজ্ঞানীরা এই সাফল্যে উচ্ছ্বসিত। তাঁরা লাগাতার নজরদারি চালিয়ে যাচ্ছেন প্রজ্ঞানের গতিবিধিতে। রোভারের গতিবিধি কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় নয়। তার গতিবিধির একাংশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বেঙ্গালুরু থেকেই।
উল্লেখ্য, অনেক অধ্যাবসায়, মেধা, পরিশ্রম আর জেদের যোগফল মহাকাশ গবেষণার ইতিহাসের স্বর্ণাক্ষরে স্বদেশের নাম তোলা। ইসরোর (ISRO) বিজ্ঞানী তথা ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করে শুরু হয়েছে চন্দ্রাভিযান। আর সেই অভিযানে এখনও পর্যন্ত সাফল্যের চুড়োয় অবস্থান করছে ভারতীয় মহাকাশ সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.