সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে রাজনীতিবিদ ও ক্ষমতাবান মানুষেরা কেবল ‘ভান’ করছেন। এই ধরনের সম্মেলন থেকে জলবায়ুর পরিবর্তনের বিপদ থেকে বাঁচার কোনও উপায়ই পাওয়া যাবে না। এভাবেই বিশ্বের রাষ্ট্রনেতাদের কটাক্ষ করতে দেখা গেল গ্রেটা থুনবার্গকে (Greta Thunberg)। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা বরাবরই পরিবেশরক্ষায় বিশ্বের তাবড় নেতাদের বিরুদ্ধে খড়গহস্ত।
স্কুল কামাই করে পোস্টার হাতে বিক্ষোভ দেখানো কিংবা পরিবেশ সম্মেলনে ভারচুয়াল বক্তৃতায় নরম গলায় বড়দের খানিকটা বকুনি – এভাবেই সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে চেনে গোটা বিশ্ব। আবারও সেই একই মেজাজে দেখা গেল তাঁকে। সোজাসাপটা ভাষায় প্রতিবাদী অষ্টাদশী বলেন, ”সম্মেলেনর ভিতরে রাজনীতিবিদ ও ক্ষমতাবানরা কেবল ভান করে যাচ্ছেন আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা দেওয়ার। এর ভিতর থেকে কোনও পরিবর্তনের দেখাই মিলবে না। এটা কোনও নেতৃত্বই নয়। আমরা তাই বলছি, আর কোনও বাজে বকুনি (ব্লা ব্লা ব্লা) নয়। আর প্রকৃতিকে নষ্ট করা, মানুষকে বিপন্ন করা চলবে না। আমরা এসব দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি।”
WARNING: STRONG LANGUAGE – Speaking at a rally near the #COP26 summit, @GretaThunberg said, ‘Inside COP there are just politicians and people in power pretending to take our futures seriously…. Change is not going to come from inside there’ https://t.co/3xcaZwJP9y pic.twitter.com/2rhGjz2udz
— Reuters (@Reuters) November 1, 2021
উল্লেখ্য, গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে সারা বিশ্বের বহু রাষ্ট্রনেতারাই। তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ”গত কয়েক দশকেই দেখা প্রমাণ হয়ে গিয়েছে কেউই জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে পারেনি। সে উন্নয়নশীল দেশই হোক কিংবা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা দেশই হোক।”
সম্মেলনে কেবল মোদি, জনসনের মতো রাষ্ট্রনেতারাই নন, যোগ দিয়েছেন সারা বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। সম্মেলন শুরু হয়েছে সোমবার। চলবে আগামী ২ সপ্তাহ। জলবায়ুর পরিবর্তন থেকে কীভাবে বাঁচা সম্ভব, তা নিয়ে আলোচনা চলছে। এবার সেই পরিস্থিতিতেই সম্মেলনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গ্রেটা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.