সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। তাই আজ প্রায় চার লক্ষ কিলোমিটার দূরের চাঁদ প্রকৃতই প্রতিবেশী। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) চাঁদের মাটির একের পর এক ছবি পাঠিয়েছে। সৌরযান আদিত্য চাঁদ এবং পৃথিবীর পাশপাশি সেলফিও তুলেছে। এবার চন্দ্রপৃষ্ঠে ঘুমন্ত চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের ছবি তুলে ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাল চন্দ্রযান ২-এর (Chandrayaan ২) অরবিটার। ছবিটি ইসরোর (ISRO) এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।
Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
— ISRO (@isro) September 9, 2023
২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে নেমেছিল বিক্রম। যা ভারতের মহাকাশ গবেষণায় যুগান্তকারী সাফল্য। এর পর সে নির্বিঘ্নে কাজও করেছে। পাঠিয়েছে বহু অজানা তথ্য। নির্দিষ্ট সময়ের পর চাঁদের মাটিতে নিদ্রা গিয়েছে বিক্রম। এবার সেই বিক্রমের ছবি তুলে পাঠিয়েছে তাঁর পুরনো বন্ধু চন্দ্রযান-২-এর অরবিটারের ক্যামেরা। ৬ সেপ্টেম্বর ছবিটি তুলেছে চন্দ্রযান-২-এর অরবিটারে ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার ব়্যাডার (DFSAR)। যেখানে দেখা গিয়েছে সোনালি নক্ষত্রের মতো ল্যান্ডার বিক্রমকে। DFSAR ঠিক কী?
এটি হল চন্দ্রযান ২ অরবিটারে একটি মূল বৈজ্ঞানিক যন্ত্র। এই অত্যাধুনিক যন্ত্রের ক্যামেরায় পরবর্তী মিশনের, তথা মহাকাশযানের বহু ছবি উঠেছে। এছাড়াও চার বছর ধরে কক্ষপথে ঘুরে ঘুরে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি তুলছে DFSAR। চন্দ্রযান ৩ অভিযানের সময় এর সাহায্য নিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। DFSAR-এর পাঠানো ছবিগুলি ব্যবহার করে চন্দ্রযান-৩ কোন নিরাপদে স্থানে অবতরণ করবে তা বিবেচনা করা হয়েছিল। সেই সূত্রে সাফল্যও পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.