Advertisement
Advertisement
National Science Day

‘রমন এফেক্ট’কে স্মরণে রেখে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস, জানুন এর তাৎপর্য

এবার জাতীয় বিজ্ঞান দিবসের থিম কী?

National Science Day 2024 Date, Theme, History and Significance। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 22, 2024 2:28 pm
  • Updated:February 22, 2024 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। আসলে এই দিনটির একটি মাহাত্ম্য রয়েছে। এই দিনই আবিষ্কৃত হয় এক সূত্র, যা ‘রমন এফেক্ট’ (Raman Effect) নামে পরিচিত। কিংবদন্তি পদার্থবিজ্ঞানী সি ভি রমন ওই সূত্র আবিষ্কার করেছিলেন। সেই অবিস্মরণীয় কীর্তি স্মরণে রেখে এই দিনটিই দেশজুড়ে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। জেনে নেওয়া যাক সেই ইতিহাস।

১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি। সি ভি রমন (Dr C. V. Raman) ঘোষণা করলেন, তাঁর নতুন আবিষ্কারের কথা। তবে সেই আবিষ্কারের কথা বলতে গেলে এগিয়ে যেতে হবে আরও কয়েক বছর। ১৯২১ সালে লন্ডন থেকে দেশে ফিরছিলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী। সেই সময় সমুদ্রের নীল জল দেখে তাঁর মনে প্রশ্ন জাগে, কেন জলটা নীল। আকাশের বর্ণ নীল, বিশেষ বর্ণচ্ছটার কারণে। সমুদ্রের রঙের পিছনেও কি তেমনই কিছু রয়েছে? সেই শুরু ভাবনা। দীর্ঘ সাত বছর শেষে আবিষ্কৃত হল রমন এফেক্ট। কী এই সূত্র? এই সূত্র বলে, যখনই আলো একটি স্বচ্ছ মাধ্যমে ভ্রমণ করে, তখন পুনঃনির্দেশিত আলোর অংশ তার বর্ণালী ও তীব্রতার পরিবর্তন ঘটায়।

Advertisement

[আরও পড়ুন: মার্চের শুরুতেই ‘ইন্ডিয়া’র প্রথম জনসভা বিহারে, একমঞ্চে রাহুল-ইয়েচুরি, থাকছেন না অনেকেই]

এই আবিষ্কারকে স্মরণে রেখেই ১৯৮৬ সালে দিনটিকে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ (National Science Day) হিসেবে পালনের প্রস্তাব আসে কেন্দ্রের কাছে। ১৯৮৭ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথমবার তা পালিত হকে শুরু করে। এই দিনটির তাৎপর্য কী? জাতীয় বিজ্ঞান দিবস পালনের উদ্দেশ্যই হল, বিজ্ঞানের গুরুত্বের কথা সবার সামনে তুলে ধরা। পাশাপাশি দৈনন্দিন জীবনের বিজ্ঞানের ব্যবহারের দিকটি প্রচার করা। এর মাধ্যমে বহু মানুষকে বিজ্ঞানে আগ্রহী হতে বার্তা দেওয়া সম্ভব হয়। প্রতি বছরই জাতীয় বিজ্ঞান দিবসের নির্দিষ্ট থিম থাকে। এবারের থিম ‘বিকশিত ভারতের জন্য স্বদেশীয় প্রযুক্তি’। ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও তাঁদের অর্জনের দিকটিকেই রাখা হবে ফোকাসে।

[আরও পড়ুন: কন্ডোমে দলীয় প্রতীক, বাড়ি বাড়ি বিলি রাজনৈতিক দলগুলির, ভোটপ্রচারে নয়া হাতিয়ার অন্ধ্রে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement