সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটি ছুঁল বেসরকারি মার্কিন গবেষণা সংস্থা ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র ‘ব্লু ঘোস্ট’। স্থানীয় সময় অনুযায়ী, ভোর সাড়ে তিনটে নাগাদ সেটি চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করে। আর তারপরই প্রথম ছবিও পাঠাল তারা। তৈরি হল ইতিহাস। এই প্রথম কোনও বেসরকারি সংস্থার পাঠানো চন্দ্রাবতরণ সম্পূর্ণ সফল হল। তবে এই অভিযানে সর্বতোভাবে জড়িত মার্কিন মহাকাশ সংস্থা নাসাও।
২০২৫ সালের ১৫ জানুয়ারি শুরু হয়েছিল মিশন। স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট সেদিনই যাত্রা শুরু করেছিল। যা অবতরণ করল ২ মার্চ। ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র তরফে জানানো হয়েছে, ‘ব্লু ঘোস্টের অবতরণ সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছিল। ফায়ারফ্লাই প্রথম বাণিজ্যিক সংস্থা হিসেবে ইতিহাস গড়ল যারা সম্পূর্ণ সফল ভাবে চাঁদে অবতরণ করতে পারল। চাঁদের মাটিতে এই ছোট্ট পদচাকা হয়ে রইল বাণিজ্যিক অভিযানের এক দানবিক পদক্ষেপ। গোটা ফায়ারফ্লাই টিমকে অভিনন্দন। অভিনন্দন আমাদের মিশন পার্টনার এবং নাসাকে।’
Would you look at that view! #BlueGhost captured its first image on the Moon that embodies everything this bold, unstoppable Firefly team has worked so hard for over the last 3+ years. And we’re just getting started! Find out what’s next for #BGM1 https://t.co/oEJhJu7KHx pic.twitter.com/NsdljgQOpu
— Firefly Aerospace (@Firefly_Space) March 2, 2025
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>We have confirmation <a href=”https://twitter.com/hashtag/BlueGhost?src=hash&ref_src=twsrc%5Etfw”>#BlueGhost</a> stuck the landing! Firefly just became the first commercial company in history to achieve a fully successful Moon landing. This small step on the Moon represents a giant leap in commercial exploration. Congratulations to the entire Firefly team,…</p>— Firefly Aerospace (@Firefly_Space) <a href=”https://twitter.com/Firefly_Space/status/1896117316326244674?ref_src=twsrc%5Etfw”>March 2, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
চাঁদের মাটির কাছাকাছি অবস্থানে থাকার সময় সেখান থেকেও ছবি তুলেছিল ‘নীল ভূত’। ওই যানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে, তা আকারে জলহস্তির সমান। এই অভিযানটিকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। এমন অভিযান যে ভবিষ্যতে বেসরকারি মহাকাশ অভিযানের নতুন দিগন্ত রচনা করল সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.