Advertisement
Advertisement
NASA

সাড়ে ছ’শো ফুটের অতিকায় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! জানাল নাসা

পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা কি রয়েছে?

NASA warns a 650-foot wide asteroid heading towards Earth। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:May 11, 2023 3:31 pm
  • Updated:May 11, 2023 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় আকারের এক গ্রহাণু (Asteroid)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, পৃথিবীর গা ঘেঁষে চলে যাওয়ার কথা অতিকায় গ্রহাণুটির। এটির নাম ২০২৩ সিএল৩। চওড়া প্রায় ৬৫০ ফুট। ঘণ্টায় ২৫ হাজার কিলোমিটার বেগে সেটি ধেয়ে আসছে বলে নাসার তরফে জানানো হয়েছে।

নাসা (NASA) জানিয়েছে আগামী ২৪ মে পৃথিবীর কাছাকাছি আসবে ওই গ্রহাণু। নীল গ্রহের ৭২ লক্ষ কিলোমিটার দূর দিয়েই তার চলে যাওয়ার কথা। মার্কিন মহাকাশ সংস্থার আশঙ্কা, আচমকাই গতিপথ বদলে গ্রহাণুটি আরও কাছাকাছি চলে আসতেও পারে। তবে তাতেও ক্ষয়ক্ষতির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তবে বিজ্ঞানীরা গ্রহাণুটির দিকে খুঁটিয়ে লক্ষ্য রাখবেন।

Advertisement

[আরও পড়ুন: পাক জঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণার প্রস্তাব ভারতের, রাষ্ট্রসংঘে বিরোধিতা চিনের]

প্রসঙ্গত, এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়‌ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পিছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে।

[আরও পড়ুন: মর্মান্তিক! ভাইপোর বিয়ের আসরে নাচতে নাচতে মৃত্যু ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement