সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশের গোপন রহস্য জানতে আরও এক কঠিন চ্যালেঞ্জ নিল নাসা। এবার টক্কর গ্রহাণুর সঙ্গে। কয়েক সেকেন্ডের জন্য তাদের মহাকাশযান OSIRIS-REx এক পাথুরে গ্রহাণুতে অবতরণ করবে। বলা ভাল, ধাক্কা খাবে। ১০-১৫ সেকেন্ডের মধ্যে ওই গ্র্হাণু থেকে পাথর-মাটি সংগ্রহ করে বেরিয়ে আসতে হবে মহাকাশযানটিকে। আর এই পুরো ঘটনাটি লাইভ স্ট্রিম করা হবে নাসা টিভিতে। ফলে মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারবেন আপনিও।
নাসা এই মিশনের নাম দিয়েছে ‘Touch-And-Go (TAG) sample collection event’। ভারতীয় সময় বুধবার রাত আড়াইটে নাগাদ এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটবে। তবে গবেষকরা বলছেন, এই মিশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্রহাণুতে ধাক্কা লেগে মহাকাশযানটি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মিশন সম্পূর্ণ হবে না। তবে যদি এই মিশন সফল হয়, তাহলে নতুন ইতিহাস গড়বে নাসা।
নাসার অফিসিয়াল টুইটার হ্যান্ডলে জানানো হয়েছে, চলতি সপ্তাহে মহাকাশে ইট-নুড়ি-পাথর সংগ্রহ করছে নাসা। সেই উদ্দেশ্যে গ্রহাণু বেন্নুর একটি অংশ স্পর্শ করবে স্পেশক্রাফটটি। এই ঐতিহাসিক মূহূর্তটি লাইভ স্ট্রিম করা হবে। গোটা মিশনটি সাড়ে চার ঘণ্টার হলেও স্পেশক্রাফটি গ্রহাণুর সংস্পর্শে থাকবে মাত্র ১০-১৫ সেকেন্ডের জন্য।
We’re adding to our space rock collection this week! On Oct. 20, our @OSIRISREx spacecraft will touch down in an area the size of a few parking spots on the surface of asteroid Bennu. How it’ll go #ToBennuAndBack to collect a sample of material: https://t.co/awyeiq0Dqo pic.twitter.com/nqLJppRYIS
— NASA (@NASA) October 19, 2020
নেচার পত্রিকায় প্রকাশিত তথ্য অনুয়ায়ী, স্পেশক্রাফট OSIRIS-REx অন্তত ৬০ গ্রাম পাথর সংগ্রহ করবে। যা সৌরজগতের ইতিহাস জানতে সাহায্য করবে। তবে এই যাত্রাটা মোটেও সহজ নয়। স্পেশক্রাফটটি যেখানে নামবে, সেই এলাকাটি ভীষণ ছোট আর পাথুরে। নাসার তথ্য অনুসারে, কয়েকটি ছোট গাড়ি রাখার পার্কিং প্লেসের মতো স্থান। রয়েছে বিশাল বিশাল বোল্ডার। ফলে অতি অল্প সময়ের মধ্যে বহনের উপযুক্ত নুড়ি খুঁজে বের করে তা পৃথিবীতে নিয়ে আসে মোটেই সহজ কাজ নয়। প্রথমবারের চেষ্টায় এই মিশনে সাফল্য নিয়ে সন্দিহান গবেষকরাও।
😴 Get a good night’s sleep! Space history is happening tomorrow & you are cordially invited. @OSIRISREx will briefly touch down on asteroid Bennu to retrieve rock samples for return back to Earth.
Watch #ToBennuAndBack live coverage starting at 5pm ET: https://t.co/z1RgZwQkWS pic.twitter.com/HWE9olM35u
— NASA (@NASA) October 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.