Advertisement
Advertisement

Breaking News

NASA

লক্ষ্য মহাকাশের ‘রত্নভাণ্ডার’, সাইকি গ্রহাণুর উদ্দেশে পাড়ি দিল নাসার যান

কোন সাত রাজার ধন এক মানিক রয়েছে সেখানে?

NASA spacecraft launched to mysterious and rare metal asteroid। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 14, 2023 1:17 pm
  • Updated:October 14, 2023 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে রয়েছে এক ‘রত্নভাণ্ডার’। যার নাম সাইকি। আদতে সেটি একটি গ্রহাণু। আপাতত নাসার পাখির চোখ সেই দিকেই। যেখানে রয়েছে সাত রাজার ধন এক মানিক। আর সেই লক্ষ্যেই শনিবার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দিল নাসার মহাকাশযান। আলুর আকৃতির গ্রহাণুটির কাছে সেই যান পৌঁছবে ২০২৯ সালে।

নাসার জেট প্রপালশান ল্যাবরটেরির কর্তা লরি লেশিন জানাচ্ছেন, ”বিষয়টা অত্যন্ত রোমাঞ্চকর!” জানা গিয়েছে উৎক্ষেপণ সম্পূর্ণ সফল হয়েছে। এবার পৃথিবীর মায়া ত্যাগ করে নিকষ কালো মহাকাশের পথে সুদূর ওই গ্রহাণুর দিকে এগিয়ে যাবে নাসার (NASA) যান। ২০২২ সালেই অবশ্য এই অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত হয়ে গিয়েছিল। এবার সাইকির কাছে পৌঁছে তার চারপাশে ২৬ মাস ধরে সেটিকে প্রদক্ষিণ করবে।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে ট্রাপিজের খেলায় ভারত! সৌদি বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের]

কী রয়েছে সাইকিতে? লোহা, নিকেল, সোনার মতো ধাতু রয়েছে সেখানে। এবং সেটাও প্রচুর পরিমাণে। ১৮৫২ সালে আবিষ্কৃত হয় মঙ্গল ও বৃহস্পতির মাঝে অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত এই গ্রহাণু। যার ব্যাস ২২৬ কিলোমিটার। নাসার যান সেখানে পৌঁছে তার ‘শরীর’ থেকে খামচে আনবে নমুনা। এই উচ্চাকাঙ্ক্ষী অভিযানের দিকে কেবল নাসাই নয়, তাকিয়ে রয়েছেন সারা পৃথিবীর বিজ্ঞানমনস্ক মানুষ।

[আরও পড়ুন: ‘মিনি স্কার্টে উত্তেজক ভঙ্গির নাচ অশ্লীল নয়’, বলছে বম্বে হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement