সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস রচনা করেছে চন্দ্রযান ৩। কেবল ভারতই নয়, গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের চন্দ্রাভিযানের (Chandrayaan 3) দিকে। এবার NASA শেয়ার করল চাঁদের মাটিতে দাঁড়িয়ে থাকা ল্যান্ডার বিক্রমের (Vikram) ছবি। এক্স হ্যান্ডলে ওই ছবি শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।
পোস্টে জানানো হয়েছে, নাসার এলআরও স্পেসক্র্যাফট থেকে তোলা হয়েছে ছবিটি। দক্ষিণ মেরু থেকে ৬০০ কিমি দূরে বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছবিটিতে। উল্লেখ্য, এই মুহূর্তে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান দু’জনই রয়েছে ‘স্লিপ মোডে’। নির্ধারিত সময়ের দিন দুয়েক আগেই তাদের ঘুম পাড়ানো হয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর ফের জেগে ওঠার কথা তাদের।
.@NASA‘s LRO spacecraft recently imaged the Chandrayaan-3 lander on the Moon’s surface.
The ISRO (Indian Space Research Organization) Chandrayaan-3 touched down on Aug. 23, 2023, about 600 kilometers from the Moon’s South Pole.
MORE >> https://t.co/phmOblRlGO pic.twitter.com/CyhFrnvTjT
— NASA Marshall (@NASA_Marshall) September 5, 2023
চাঁদের মাটিতে পরপর ইতিহাস গড়তে দেখা গিয়েছে ভারতের চন্দ্রযানকে। চন্দ্রপৃষ্ঠে অবতরণের পরে দ্বিতীয়বার সফট ল্যান্ডিং করেছে সে। পাশাপাশি প্রজ্ঞান তুলেছে চাঁদের ত্রিমাত্রিক ছবি। কীভাবে প্রজ্ঞান তুলল ছবিটি? আসলে এই ছবিটি সে তুলেছে ‘ন্যাভক্যাম স্টিরিও ইমেজেস’-এর সাহায্যে। বাঁদিক ও ডানদিকের দু’টি ছবি তুলে তাকে মিশিয়ে তৈরি হয়েছে ওই ছবি। এই সাফল্য যে মহাকাশ রেসে ভারতকে একলাফে অনেকটা এগিয়ে দিল, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.