Advertisement
Advertisement
Planet 9

সৌরজগতেই রয়েছে পৃথিবীর দোসর! কোথায় লুকিয়ে ‘যমজ ৯’?

গবেষকদের দাবি ঘিরে শোরগোল।

Mysterious Earth-like planet hiding in the solar system, says study। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 6, 2023 2:17 pm
  • Updated:September 6, 2023 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? কোথাও কি নেই পৃথিবীর দোসর? এই অমোঘ প্রশ্নের উত্তর খোঁজাই জ্যোতির্বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য। আর এই অন্বেষণ যে সৌরজগতের (Solar system) বাইরেই করতে হবে, সেব্যাপারে নিশ্চিতই ছিলেন বিজ্ঞানীরা। কিন্তু এবার নতুন এক গবেষণা উসকে দিল অন্য সম্ভাবনা। দাবি, পৃথিবীর দোসরের (Planet) সন্ধান মিলতে পারে এই সৌরজগতেই!

জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরির গবেষকরা দাবি করেছেন, নানা গবেষণা থেকে ইঙ্গিত মিলছে, নেপচুনের পরে কুইপার বেল্টের পিছনে সম্ভবত রয়েছে ‘প্ল্যানেট নাইন’। কী এই কুইপার বেল্ট? সৌরজগতের একটি বৃত্তাকার চাকতি, যা নেপচুনের পরে অবস্থিত। ‘বামন গ্রহ’ প্লুটোও এখানেই অবস্থিত। আর এখানেই সম্ভবত রয়েছে পৃথিবীর মতোই এক গ্রহ।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর PM of Bharat, বিতর্ক আরও উসকে দিল বিজেপি, সরব বিরোধীরা]

সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞানের জার্নাল ‘দ্য অ্যাস্ট্রনমিক্যাল জার্নালে’। সেখানে বলা হয়েছে, ওই বেল্টের এমন কিছু আচরণ ধরা পড়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ঠিক পৃথিবীর মতোই এক গ্রহ ওখানে রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি সত্যিই ওই গ্রহটি থাকে তবে তার ওজন হতে পারে পৃথিবীর ওজনের দেড় থেকে ৩ গুণ।
সত্যিই যদি বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী মিলে যায়, তাহলে নিঃসন্দেহে তা এক বিরাট আবিষ্কার হতে চলেছে। গ্রহদের জন্ম ও বিবর্তন সম্পর্কে নতুন নতুন তথ্য হাতে আসবে সেক্ষেত্রে। আপাতত তাই সৌরজগতের দূরতম প্রান্তের দিকে নজর জ্যোতির্বিজ্ঞানীদের।

[আরও পড়ুন: আইটি সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূলের, দায়িত্ব পেয়ে কী প্রতিক্রিয়া দেবাংশুর?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement