সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ অক্টোবর মহালয়ার দিন ছিল সূর্যগ্রহণ (Solar eclipse)। এর ঠিক ২ সপ্তাহের মাথায় চন্দ্রগ্রহণ। আগামী ২৯ অক্টোবর ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও। এর আগে ৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এবার দেখা যাবে ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ।
পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। আগামী ২৯ অক্টোবর ভারতে মধ্যরাত ১টা ৬ মিনিটে গ্রহণ লাগবে। ২টো ২৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও আন্টার্কটিকা থেকেও।
চলতি বছর ইতিমধ্যেই তিনটি গ্রহণ হয়েছে। যদিও তা ভারত থেকে দেখা যায়নি। ২০ এপ্রিল সূর্যগ্রহণ এবং ৫ মে চন্দ্রগ্রহণের ছিঁটেফোঁটাও অনুভব করা যায়নি। গত শনিবার, ১৪ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণও দেখা হয়নি ভারতবাসীর। যদিও তা দেখা গিয়েছিল কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, ডোমিনিকা, বাহামা উরুগুয়ে, ব্রাজিল-সহ বিভিন্ন দেশ থেকে। সূর্যগ্রহণের দিন পনেরো পর হতে চলা চন্দ্রগ্রহণ অবশ্য ভারত থেকে দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.