সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকঘণ্টার মধ্যে বাংলার উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। আরও একবার উসকে দিচ্ছে আয়লা, ফনী বা বুলবুলের স্মৃতি। মাত্র ছমাসের ব্যবধানে পরপর দুটি তীব্র ঘূর্ণিঝড়ের সাক্ষি রইল বাংলা। বুলবুল ও আমফান। যা চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। তাঁদের পরিসংখ্যান বলছে, ২০০৯ সালে বাংলাকে তছনছ করেছিল আয়লা। এর ১০ বছর পর ২০১৯ সালে ধেযে এসেছে বুলবুল। অথচ মাত্র ছয়মাসে ব্যবধানে আরও এক সুপার সাইক্লোনের তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে বাংলা উপকূল।
বঙ্গোপসাগরকে ঘিরে বাস করে প্রায় ৫০ কোটি মানুষ। বিশ্বের ইতিহাসে যতসব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে এই বঙ্গোপসাগরে।পরিসংখ্যান বলছে, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ৩৫টি মৌসুমি ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬টি ঘূর্ণিঝড়ই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। আমফান বঙ্গোপসাগরে তৈরি হওয়া ২৭ নম্বর সুপার সাইক্লোন।ভারতের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলছেন, এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানবে, তখন এটি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। গত বছর আরব ও বঙ্গোপসাগর মিলিয়ে মোট আটটি ঘূর্ণিঝড় দেখা গিয়েছে। যার মধ্যে ছটিই সুপার সাইক্লোন। আবার ২০২০ সালের প্রথম ঘূর্ণিঝড়টিই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোন। বাংলায় এত ঘনঘন সুপার সাইক্লোনের আনাগোনা কিন্তু আবহাওয়াবিদদের চাপ বাড়াচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০০২ সালের পর ২০০৯ সালে বাংলায় হানা দিয়েছিল। আয়লা। নিয়ম মেনে তার ১০ বছর পর বুলবুল। কিন্তু তারপর বছর ঘোরার আঘেই আমফানে কাঁপছে এই রাজ্যে।
আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠে অবতল আকৃতির অগভীর উপসাগরে। এ রকম ভৌগোলিক বৈশিষ্ট্যের উদাহরণ হচ্ছে বঙ্গোপসাগর। তবে বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য। যেমন সমুদ্রের উপরিতল বা সারফেসের তাপমাত্রা। বলছেন ভারতের আবহাওয়া দফতরের প্রধান ডি মহাপাত্র। এটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। তাঁর কথায়, বঙ্গোপসাগর খুবই উষ্ণ। আর এ উপকূলজুড়ে যে রকম ঘনবসতি, সেটি ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের প্রতি চারজন মানুষের একজন থাকে বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোতে।
বঙ্গোপসাগরে বা আরব সাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়, প্রতি ১০ বছরে তার মাত্র একটি হয়তো এ রকম প্রচণ্ড ক্ষমতা বা শক্তির ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.