সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছিল ভারতের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পরেও আরও একবার সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার। সোমবার সেই ভিডিও প্রকাশ করল ইসরো। জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে লাফিয়ে উঠে প্রায় ৪০ সেন্টিমিটার হাওয়ায় ভেসেছিল বিক্রম। তারপর ফের নিরাপদে নেমে পড়ে চাঁদের মাটিতে। বিশেষজ্ঞদের মতে, প্রথম সফট ল্যান্ডিংয়ের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রমের এই দ্বিতীয় ল্যান্ডিং। কারণ এই প্রযুক্তি ব্যবহার করেই আগামী দিনে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনে পরীক্ষা করা যেতে পারে।
রবিবার থেকেই স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়েছে চাঁদে থাকা রোভার প্রজ্ঞান (Rover Pragyan) ও ল্যান্ডার বিক্রমকে। তারপরের দিনই একটি ভিডিও প্রকাশ করেছে ইসরো। মহাকাশ অভিযান সংস্থার তরফে বলা হয়েছে, দরকার পড়লে বিক্রম লাফাতে পারে কিনা সেটা দেখতে একটা বিশেষ পরীক্ষা করা হয়েছিল। ল্যান্ডিং পয়েন্ট থেকে লাফিয়ে প্রায় ৪০ সেন্টিমিটার উঠে গিয়েছিল বিক্রম। শিবশক্তি পয়েন্ট থেকে প্রায় ৪০ সেন্টিমিটার দূরে আবার পাখির পালকের মতো হালকাভাবে নেমে পড়ে ল্যান্ডার।
ইসরো আরও জানিয়েছে, পরীক্ষামূলকভাবেই এই লাফটি পরিকল্পনা করা হয়েছিল। এই কাজটি সফল হলে আগামী দিনের চাঁদের মাটি থেকে নানা রকমের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে পাঠানো যেতে পারে। সেই সঙ্গে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর ক্ষেত্রেও কাজে লাগবে এই প্রযুক্তি। তবে সফলভাবে লাফানোর পরে আপাতত বিশ্রামে রয়েছে ভারতের ল্যান্ডার বিক্রম।
Chandrayaan-3 Mission:
🇮🇳Vikram soft-landed on 🌖, again!Vikram Lander exceeded its mission objectives. It successfully underwent a hop experiment.
On command, it fired the engines, elevated itself by about 40 cm as expected and landed safely at a distance of 30 – 40 cm away.… pic.twitter.com/T63t3MVUvI
— ISRO (@isro) September 4, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.