Advertisement
Advertisement

Breaking News

Lunar Eclipse

আকাশে রক্তবর্ণ চাঁদ! মঙ্গলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে কলকাতা থেকেও

কখন আকাশে লাল চাঁদ দেখতে পাবেন, জেনে নিন সময়।

Kolkata to witness total lunar eclipse on Tuesday, November 8 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 7, 2022 9:15 pm
  • Updated:November 7, 2022 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) মঙ্গলবার। শুধু শেষ চন্দ্রগ্রহণ বলে নয়, আকাশে বিরল দৃশ্য দেখার সুযোগও মিলবে এবছর শেষবারের মতো। ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার, ৮ নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ভারতের (India) বিভিন্ন প্রান্ত থেকে আকাশে রক্তবর্ণ চাঁদ দেখা যাবে। গ্রহণের সময়ে তেমনই হবে পৃথিবীর একমাত্র উপগ্রহের চেহারা, যা বিরল। কলকাতা থেকেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে বিশ্বের বহু জায়গা থেকে তা দৃশ্যমান হবে না।

Advertisement

বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলবার চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২টো ৪০ নাগাদ। তবে পূর্ণগ্রাস অবস্থানে চাঁদ আসবে বিকেল ৩ টে ৪৬ মিনিটে। গ্রহণের প্রাথমিক বিজ্ঞান অনুযায়ী, পৃথিবী-সূর্য-চাঁদ এক সরলরেখায় এলে চন্দ্রগ্রহণ হয়। মঙ্গলবার পূর্ণগ্রাস গ্রহণের সময় পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদ। তাতেই তার বর্ণ হবে লাল (Red Moon)। সন্ধে নামতেই আকাশে রক্তবর্ণ শশী চাক্ষুষ করতে পারবেন আপনি।

[আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে শ্যালিকাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেই রাগ সপ্তমে! তরুণীর গোপনাঙ্গে ছ্যাঁকা জামাইবাবুর]

চন্দ্রগ্রহণের সময় অনুযায়ী, দিনের আলোয় তা শুরু হলেও সন্ধে নামলেই খালি চোখে দেখা যাবে তা। বিজ্ঞানীদের অঙ্ক অনুযায়ী, কলকাতা (Kolkata) থেকে পূর্ণগ্রাস গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভাল দৃশ্য দেখা যাবে ৪টে ৫৫এ। সন্ধে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত চলবে গ্রহণ। ফলে সন্ধে নামলেই লাল চাঁদ উদয় হবে আকাশে। দিল্লি ও মুম্বইতে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। বিকেল ৫টা ২৮ মিনিট থেকে গ্রহণ শুরু হবে দিল্লিতে। সবচেয়ে ভাল দৃশ্য দেখা যাবে বিকেল ৫টা ৩১-এ। মুম্বইবাসী সন্ধে ৬টার একটু পর থেকে গ্রহণ দেখতে পাবেন।

[আরও পড়ুন: সাফল্যের নাম ‘পিয়াসা’, NET’এ ৯৯.৩১% নম্বর পেয়ে তাক লাগালেন বিশেষভাবে সক্ষম ছাত্রী!]

নাগপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, হায়দরাবাদ, চেন্নাই, চণ্ডীগড়, নয়ডা থেকেও বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রত্যক্ষ করা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের আকাশে দেখা যাবে গ্রহণের লাল চাঁদ। এরপর ২০২৫ সালের মার্চ মাসে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement