Advertisement
Advertisement

Breaking News

NASA

‘বিশ্বের ইতিহাসের উষ্ণতম মাস হবে ২০২৩ সালের জুলাই’, আশঙ্কা নাসার বিজ্ঞানীর

প্রবল গরমে চলতি বছরে বহু মানুষের মৃত্যু হয়েছে।

July 2023 could be the hottest month ever, says NASA specialists | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2023 11:09 am
  • Updated:July 21, 2023 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একশো বছরের মধ্যে উষ্ণতম মাসের তকমা পেতে পারে ২০২৩ সালের জুলাই। গত কয়েকদিনে তাপমাত্রার একাধিক রেকর্ড ভেঙেছে ইউরোপের দেশগুলি। প্রবল গরম পড়েছে আমেরিকা ও চিনেও। সবমিলিয়ে নাসার (NASA) বিজ্ঞানীদের আশঙ্কা, এক শতাব্দীর উষ্ণতম মাস হতে চলেছে চলতি জুলাই। শতাব্দীর পরিবর্তে হাজার বছরেরও রেকর্ড গড়তে পারে ২০২৩ সালের জুলাই মাস।

নাসার আবহাওয়া বিশেষজ্ঞ গ্যাভিন শিমিডট বলেন, “বিশ্বজুড়েই জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। আমেরিকা, ইউরোপ, চিন-সব দেশেই একই সময়ে তাপপ্রবাহ চলছে। এতদিনের যাবতীয় রেকর্ড ভেঙে প্রবল গরমে ভুগছে দেশগুলি। তবে গরম বেড়ে যাওয়ার কারণ হিসাবে শুধু এল নিনোকে দায়ী করলে চলবে না। আচমকাই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বজুড়ে।”

Advertisement

[আরও পড়ুন: ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় বিরাট, দ্বিতীয় টেস্টে দাপট রোহিতদের]

নাসার বিজ্ঞানী আরও বলেন, “বিশেষ করে মহাসাগরের তাপমাত্রা খুব বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। তার ফলেই উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা বাড়ছে। তবে এমন দাবদাহ চলতেই থাকবে, কারণ আমরা লাগাতারভাবে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন করে চলেছি। তার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে আর প্রবল গরমে ভুগছেন সাধারণ মানুষ।”

শুধু মাস নয়, বছরের নিরিখেও উষ্ণতম হিসাবে রেকর্ড গড়তে পারে ২০২৩ সাল, এমনটাই অনুমান নাসার বিজ্ঞানীর। ইতিমধ্যেই ইতিহাসের উষ্ণতম দিন হিসাবে নজির গড়েছে জুলাই মাসের ৩ তারিখ। প্রবল গরমের জেরে ভারত-সহ বিশ্বের নানা দেশেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে আরও আশঙ্কার কথা শুনিয়েছেন শিমিডট। তিনি বলেন, ইতিহাসের সমস্ত নজির ভেঙে উষ্ণতম বছর হতে পারে ২০২৩ সাল । তবে ২০২৪ সালে আরও গরম বাড়বে। কারণ এল নিনোর ঝঞ্ঝা তৈরি হতে পারে চলতি বছরের শেষের দিকে। তার ফল টের পাওয়া যাবে আগামী বছরে।” 

[আরও পড়ুন: শিশুর মস্তিষ্ক খেল অ্যামিবা! ভয়ংকর সংক্রমণে প্রাণ হারাল দু’বছরের শিশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement