Advertisement
Advertisement

Breaking News

Moon

চাঁদে নামবে জাপানের ‘স্নাইপার’! চিনকে টক্কর দিয়ে ইতিহাস গড়ার পথে ‘উদিত সূর্যের দেশ’

শুক্রবারই ইতিহাস গড়তে চায় জাপান।

Japan's 'Moon sniper' aims for lunar landing to eclipse China in space। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 18, 2024 6:04 pm
  • Updated:January 18, 2024 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে (Moon) অবতরণ করতে চলেছে জাপানের চন্দ্রযান। যার নাম ‘মুন স্নাইপার’। শুক্রবারই সেটি চাঁদের মাটিতে নামবে। এমনই পরিকল্পনা। নিশ্চিত ভাবেই এই চন্দ্রাবতরণ জাপানের (Japan) মহাকাশ অভিযানে এক নয়া অধ্যায়ের সূচনা করবে। ‘প্রতিদ্বন্দ্বী’ চিন নানা ভাবে বাগড়া দেওয়ার চেষ্টা করলেও শেষপর্যন্ত আমেরিকার সহায়তায় স্পেস রেসে এগিয়ে চলেছে জাপান।

কেন মহাকাশযানের নাম ‘মুন স্নাইপার’? আসলে চাঁদের বুকে লক্ষ্যবস্তুর ১০০ মিটারের মধ্যে অবতরণ করবে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার এই যানটি। স্নাইপার রাইফেলের গুলির মতো নিখুঁত লক্ষ্যভেদ করবে। এমনটাই আশা বিজ্ঞানীদের। তাই এই নাম। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দক্ষিণ জাপানের তানাগাশিমা মহাকাশকেন্দ্র উৎক্ষেপণ করা হয় ‘মুন স্নাইপার’। এবার তার লক্ষ্যভেদের পালা।

Advertisement

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে মহাকাশ রেসে এগতে চায় জাপান। নাসার আর্টেমিস প্রোগ্রামে জাপানেরও এক মহাকাশচারীকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু জাক্সাকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ব্যর্থতাও এসেছে। চাঁদের যাওয়ার ক্ষেত্রেও বিলম্ব হয়েছে তিনবার। অবশেষে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এইচ-২এ রকেটে ভর করে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে জাপানের যান। এবার সব বাধাবিপত্তি পেরিয়ে ইতিহাস গড়তে উন্মুখ জাপান।

[আরও পড়ুন: সমরশক্তিতে শীর্ষে আমেরিকা, তালিকায় কত নম্বরে ভারত ও চিন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement